SMRITI

স্মৃতি

দেবশ্রী চক্রবর্ত্তী



একটি রাতের কথা নাই বা লিখলাম ।

কী মিষ্টিই না ছিলো সে রাত,

চুপচাপ আমি আগে ঢুকে পড়ি ঘরে,

এসো বস আমার কাছে ।

টিউবের আলোটা আজ না জ্বালিয়ে

এসো জ্বালাই সাঁঝবাতি , তারপর ?

তারপর শুরু করি , সেই রাতের কথা ।

সেই মিষ্টি রাতের কথাই বরং বলি আজ ।

এই তো মনে হয় সেদিন বর্ষা বন থেকে

ভেসে এলো এক মেঘ আমার শহরে ।

আমি তখন ডুবে ছিলাম ঘুমের ওষুধে ,

মৃত মানুষ গুলো ঘুমিয়ে ছিলো দোতলা

তিনতলা বাড়ীর ঘরে ।

আমি ঘুমিয়ে ছিলাম ছাদে ।

থেকে থেকে ঝড় হাওয়া আর হারমোনিয়ামে

বেজে উঠেছিল, বিস্মৃত-প্রায়, গানের সুরে ।

মেঘের বুকে টেনে নিলো আমাকে,

বৃষ্টি এসেছিল সে রাতে ।

মনে পড়ে, সারা রাত পরেছিলাম ছাদে ।

মনে পড়ে, আকাশের দূর কোনায়,সেই কবে

একটি মেঘ ভেসে এসেছিল ।

আমাকে বৃষ্টিতে ভিজিয়ে ছিল ।

Comments

Popular Posts