বোহেমিয়ান স্বপ্ন

বোহেমিয়ান স্বপ্ন

দেবশ্রী চক্রবর্ত্তী

তোমার ছেড়া জুতা,কাঁধের ঝোলা
আমার বোহেমিয়ান চলার পথে
তুমি স্বপ্নের ফেরিওয়ালা ।

তোমার সবুজ ক্যানভাসে
গাজার ধোঁয়া ।
আমার ধূসর জীবনে
নতুন নেশা ।

তোমার দাড়ি গোঁফ
ঘেমো জামা
আমার বুকের মাঝখান
সমুদ্রের শামুক,ঝিনুক
নোনতা জলে ঝাপসা ।

তুমি স্বপ্নের ফেরিওয়ালা ।
উশৃঙ্খল নদীর আঁকে বাঁকে
টইটুম্বুর ফাঁপা বালিয়াড়ি মাঝে
ক্ষণিকের খুশিতে ভাসমান
তোমার ভাঙ্গা নৌকার খোলস
তাকে যায় না ধরা ।

তারপর অনন্ত শয়নের ভিতর
থেকে জেগে ওঠা ।
ঘরকন্না একাঙ্ক নাটকের মঞ্চস্থ
হওয়ার সময় কিন্তু সকাল ৬টা ।


Comments

Popular Posts