মৎস্যগন্ধার উপাখ্যান
দেবশ্রী চক্রবর্তী
অগ্নিপরীক্ষা দেবে না সে,
মহাকাব্যিক অভিকর্ষজ তরণকে অস্বীকার করে
সে পারি দিলো অনন্তের পথে ।
দূর্বল মৃত্তিকার ওপর পিশাচের পদচিহ্নকে
অনুসরণ করা তার আর হল না ।
ক্ষুদ্র টাইপিস্টের ভূমিকায় যারা মৎস্যগন্ধার ইতিবৃত্ত
লিখে চলে অচল সমাজ বৃত্তীয় সংলাপে ,
পিশাচের পদচিহ্ন অধরাই থেকে যায় তাঁদের কাছে ।
ক্ষিপ্র তেজে ছুটে চলা গতি পথে মহাকাশিয় রেডিয়েশানের
বর্মে আবৃতা মৎস্যগন্ধা নীল নক্ষত্রের আলোয় আবিষ্কার করে
এক গভীর নদী মাতৃক ছায়া পথ ,
যেখানে নদীর গতিপথ রুদ্ধ হয় না কোন অগ্নিদেবের চক্রান্তে ।
কত আলোকবর্ষ পার করে সে ছুটন্ত ধূমকেতুকে বশ করে
রামধনুর সবুজ রঙে ডুবিয়ে অতিবেগুনি চিত্রপটকে
চিত্রায়িত করল সে ।
তারপর কালচক্রের চাকায় তালা ঝুলিয়ে সেই চাবি ছুড়ে দিলো
নব আবিষ্কৃত নদী খাঁদে ।
MGM Grand Hotel and Casino - MapYRO
ReplyDeleteFind MGM Grand Hotel and Casino in Las Vegas (NV). Grand Hotel and Casino 남원 출장샵 is located 안성 출장샵 at 김해 출장마사지 255 Las Vegas Boulevard South, Las 김천 출장샵 Vegas, NV 이천 출장샵 89109.