নে... ধর দেবশ্রী

নে... ধর
দেবশ্রী
মণিকার মেয়ে শ্যামলী
সরকারি স্কুলের ছাত্রী,
স্কুল শেষে মায়ের সাথে
এ বাড়ী ও বাড়ী ।
পড়াশুনার বিস্তর ক্ষতি,
মা এ পাড়ার কাজের মাসি,
মেয়েকে যে হতেই হবে দিদিমণি ।
স্কুলের বড়দির লাগবে একখানি মেয়ে
হাতে হাতে কাজ করবে যে,
বাড়ীর মেয়ের মতনই থাকবে ।
খাওয়াপরা, মাস গেলে হাজার টাকা পাবে,
শ্যামলীর বর্তমান ঠিকানা বড়দিদির বাড়ী ,
কিরে শ্যামলী, কেমন সে বাড়ী ?
মন্দ নয়, স্কুল শেষে হাতে হাতে
কাজ সারি,
তারপরে দিদির কাছে পড়তে বসি ।
পেট ভরে খেতে পাই, বেশশ খুশি ।
বেশ, তবে আর মন্দ কি ।
ঘড়িতে বিকেল চারটে
ভাদ্র মাসের এক বিকেলে
শ্যামলী আসল আমার বাড়ীতে ।
চোখে মুখে আতঙ্ক, শরীরখানি
একখানি ছেড়া ওড়নায় আবৃত ।
বললি তো ভালো আছি
তবে কেন এপরিনতি ?
দিদিমণির বর
একা পেলেই বলতো
নে... ধর ।
দিদিমণিকে বললে বলতো
এই মেয়ে, চুপ কর ।
আজ সে গেছে বাপের বাড়ী,
আমি একা হাতে কাজ করি ।
পেছন থেকে লাঠির বাড়ি
নে... ধর বলছি,
মেঝের ওপর হলাম বলি ।
দিদি....এখন আমি কি করি ?

Comments

Popular Posts