হারবার
হারবার
দেবশ্রী
লোহিত সাগরের তীরে
এক ধ্বংস প্রাপ্ত হারবার,
তারই গল্প শোনাবো আজ ।
লাইট হাউসের আলোটি
মৃত্যু উপত্যকার প্রতীক হয়ে
দিচ্ছে জানান ।
মৃত নাবিকদের দীর্ঘ শ্বাস
সাগরের হাওয়ায় মিশে
রাত্রিকে করে তোলে
লবণাক্ত ।
লোহিত সাগরের জল
রক্তের স্বাদ বহন করে
আঁচড়ে পড়ে কোন এক
জীবন্ত হারবারে ।
যেখানে যাত্রী বাহী জাহাজের মাস্তুল
মনে করিয়ে দেয় অতীতের
হারিয়ে যাওয়া জাহাজের সুখ স্মৃতি ।
লোহিত ঢেউ ফিরে আসে জীবনের গন্ধ নিয়ে,
লাইট হাউসের আলোটি
মৃত্যু উপত্যকার প্রতীক হয়ে
দাড়িয়ে থাকে ।
Comments
Post a Comment