CHILD ABUSE

আমার যখন মেয়ে হয়, বাড়ীর সবাই আনন্দ করেছিল, কিন্তু আমি কেঁদে ছিলাম । হস্পিটালের নার্সরা আমাকে দেখিয়ে  বলত, ওঁর মেয়ে হয়েছে বলে ওঁ কেঁদেছে ।কিন্তু ওঁরা এটুকু বুঝতে পারে নি আমি কেন কেঁদে ছিলাম ।
আমি খুঁব ভয়ে ছিলাম, যখন আমার মেয়েটা আমার পেটে ছিল । কেন জানি না আমার মনে হত আমার যদি মেয়ে হয়, তাকেও তো শৈশব থেকে আমারই মতন কয়েকটা পশুর লালসার শিকার হতে হবে । আমি কিন্তু এই কথা ভেবে
আমার সদ্যজাত সন্তানের জন্য কেঁদে ছিলাম ।

আমি এখানে একটা পরিসংখ্যান দেব যেখানে আপনারা দেখতে পাবেন একটি পরিসংখ্যানে দেখা গেছে child abuse
এ পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে যে দেশ গুলি, তাদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে আছে আমাদের দেশ
ভারতবর্ষ । আমি জানি আপনারা অনেকেই আমার কথা বিশ্বাস করবেন না, না করাই স্বাভাবিক, তাই আমি এখানে পরিসংখ্যানটি
তুলে ধরলাম । পড়ুন,
Basing its research on official statistics and reports, IBTimes UK looks into some of the countries with the highest rate of Child Sexual Abuse (CSA).
SOUTH AFRICA :
One child is raped in South Africa every three minutes, according to a 2009 report by trade union Solidarity Helping Hand.
A 2009 survey by the country's Medical Research Council found that one in four men admits to raping someone, 62% of boys over 11 believe forcing someone to have sex is not an act of violence and a third believe girls enjoy rape, the Independent reported.

Related
South African Cardinal Says Child Sex Abuse is a Sickness, Not a Crime
Tennis Grand Slam Champ Bob Hewitt Charged with Child Rape and Sexual Assault
More than 67,000 cases of rape and sexual assaults against children were reported in 2000, according to the Telegraph.
Some of the victims were as young as six-months-old, a number of whom died from their injuries, while others contracted HIV.
Many people in South Africa believe that sex with a virgin can heal someone from HIV/AIDS.
"The idea that having sex with a virgin cleanses you of AIDS does exist and there have been reported cases of this as a motivating factor for child rape. But evidence suggests that this is infrequently the case," Dr Rachel Jewkes, director of the MRC's Gender and Health Research Group told humanitarian news and analysis service IRIN in 2002.
INDIA
In its 2013 report India's Hell Holes: Child Sexual Assault in Juvenile Justice Homes, the Asian Centre for Human Rights said that sexual offences against children in India have reached epidemic proportion.
The report stated that more than 48,000 child rape cases were recorded from 2001 to 2011 and that India saw an increase of 336% of child rape cases from 2001 (2,113 cases) to 2011 (7,112 cases).
"Imagine 48,838 children raped in just 10 years and you have a small measure of how deep the inhuman phenomenon of child rapes runs in India," correspondents Nishita Jha and Revati Laul wrote last year on a Tehelka blog.

Related
India: Deaf, Mute Orphan Girls Raped at Jaipur Therapy Centre, Say Police
India Rape: Girl, 5, Dies from Assault as Mother Demands Death Sentence for Suspects
India: Marriage Annulled of Laxmi Sargara, Girl who was Betrothed as One-Year-Old
"Child sexual abuse is rampant, indiscriminate and cuts across class, geography, culture and religion. It happens in cities and villages, by fathers, brothers, relatives, neighbours, teachers and strangers," Jha and Laul continued.
In 2012, the Indian Parliament passed the Protection of Children from Sexual Offences Act, which incorporates child friendly procedures for reporting, recording of evidence, investigation and trial of offences.
According to a 2007 study by the Indian Government of nearly 12,500 children from across India, 53% of children - boys and girls equally - were victims of sexual abuse.
Zimbabwe
Police spokesperson Assistant Commissioner Charity Charamba said in 2012 that rape cases against children continued to increase countrywide, according to NewsdeZimbabwe.
"The (rape) cases are on the increase and during the week ending 25 September 2012, the cases rose to 81 from 65 the previous week. Evident from our investigations is the fact that relatives commit most juvenile rape cases," said Charamba.

Related
Zimbabwe: Culture, Religion and Poverty Dangerous Mix for Girls?
Damascus, Dhaka, Port Moresby, Lagos and Harare: The Five Worst Cities in the World to Live
In 2011, there were 3,172 rape cases of juveniles recorded countrywide, an increase from 2010, when 2,883 were reported.
A clinic in Harare, capital of Zimbawe, said it had treated nearly 30,000 girls and boys who'd been abused in the previous four years, the Guardian reported in 2009.
Betty Makoni, founder of the Girl Child Network (GCN), said the real number of victims was likely to be double that recorded by the Family Support Trust Clinic.
United Kingdom 
A quarter of a million Britons - more than one in every 200 adults - are paedophiles, according to figures released by Scotland Yard, the Telegraph reported in 2000.
In 2012/13, there were 18,915 sexual crimes against children under 16 recorded in England and Wales, according to the National Society for Prevention of Cruelty to Children (NSPCC).  Included in that figure were 4,171 offences of sexual assault on a female child under 13 and 1,267 offences of sexual assault on under-13 male children.

Related
100 Britons Suspected in Child Sex Web Streaming Paedophile Ring
Teenage Sex Abuser Paul Ward Used Cutlery to Molest Baby in Leeds
In the UK, one in 20 children (4.8%) have experienced contact sexual abuse and over 90% of children who experienced sexual abuse, were abused by someone they know, NSPCC said.
A paedophile ring linked to Britain's worst abuser Robert Smith, arrested in 2005, is 'still at large', the Herald reported in 2013.
United States 
"Even if the true prevalence of child sexual abuse is not known, most will agree that there will be 500,000 babies born in the US this year that will be sexually abused before they turn 18 if we do not prevent it," according to the Children Assessment Centre (CAC).

Related
Arizona Mother Rickesha Burns Pleads Not Guilty to Sexually Abusing Son with Vibrator
Dylan Farrow Repeats Allegations of Child Sex Abuse Against Woody Allen [VIDEO]
The US Department of Health and Human Services' Children's Bureau report Child Maltreatment 2010 found that 16% of young people aged 14 to 17 had been sexually victimized in that year, and over the course of their lifetime, 28% of young people in the US, aged 14 to 17, had been sexually victimized.
"Adult retrospective studies show that 1 in 4 women and 1 in 6 men were sexually abused before the age of 18. This means there are more than 42 million adult survivors of child sexual abuse in the US,"  said the CAC.

কি এবার বিশ্বাস হচ্ছে তো ?

আমি প্রমাণ ছাড়া কোন কথা বলি না । এখানে পাঠকের বোঝার জন্য আমি কয়েকটি CHILD ABUSE এর ঘটনা তুলে ধরব ।
(১) আমি নিজের কথাই প্রথমে বলি । ছোটবেলায় বহুবার আমি নিজের খুঁব আপন কিছু মানুষের দ্বারা শোষিত হয়েছি । প্রথম ঘটনাটি পাঠকের সামনে আগে তুলে ধরি,
তখন আমার বয়স ৩ বছর । যৌন কথাটির অর্থ বোঝার মতন যখন আমার কোন ক্ষমতাই ছিলনা, সেই প্রথম শৈশবে আমি প্রথমবার যৌন লালসার শিকার হই ।
সেই সময় আমার বাড়ীতে আমার দুঃসম্পর্কের এক দাদা বেরাতে আসেন । নাম রনি দাদা । দাদা হলেও সেই ভদ্রলোক ছিলেন আমার বাবার বয়সী ।
লোকটি তাঁর স্ত্রী এবং ছেলেকে নিয়ে বেরাতে এসেছিলেন । একদিন আমার বাবা মা আমি দাদা বৌদি আর দাদার ছেলের সাথে সিনেমা দেখতে গেছিলাম । সিনেমাতে
কি দেখিয়েছিল আমার সত্যি মনে নেই , কারণ সিনেমা যখন চলছিল আমি ঘুমচ্ছিলাম । সিনেমা যখন শেষ হয় তখন অনেক রাত, রাস্তায় রিক্সা কম । আমাকে আমার বাবা রনি দাদার
সাথে বাবার এক বন্ধুর বাইকে করে বাড়ী পাঠিয়ে দেয় । বাড়িতে এসে আমার যেন কিরকম মনে হচ্ছিল রনি দাদা কিরকম যেন অস্বাভাবিক আচরণ করছিল । আমাকে শুইয়ে দিয়ে আমার ওপর
উঠে পড়েছিল, আমি তখন ৩ বছরের একটি বাচ্চা মেয়ে, তাই আমার পক্ষে কিছু বুঝে ওঠা সম্ভব ছিল না । আমি খুঁব ভয় পেয়ে গেছিলাম, আমি ভয়ে কেঁদে উঠলাম । আমার কান্না শুনে আমার ঠাম্মি
ছুটে এসেছিল । এখন ভাবি আমার ঠাম্মি যদি না আসত, কিংবা আমি যদি ভয় পেয়ে না কাঁদতাম তাহলে আমিও হয়ত ধর্ষিতা হতাম । কেউ আসছে বুঝতে পেরে লোকটা উঠে পড়েছিল । এবং এই ঘটনার
পরও লোকটা আমাদের বাড়ীতে বেশ কিছু দিন ছিল ।
(২) শুধু কি মেয়েরা ধর্ষিতা হচ্ছে ? পুরুষরা কি শৈশবে নিজের পরিবারে যৌন লালসার শিকার হয়না ? আমি বলব কেন হয় না নিশ্চয় হয় । এরকম বহু ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি কিংবা দেখে থাকি ।
পরে আবার ভুলেও যাই । এরকম ই একজনের কথা বলব যে আমার কাছের এক বন্ধু, তাঁর সাথে আমার যখন পরিচয় হয় , তখন তাঁকে দেখে আমার খুঁব মজা লাগত, আমাদের পরিচিত মানুষ জনের কাছে
সে ছিল হাসির খোরাক । পাঠকরা ভাবতেই পারেন কেন একটা মানুষকে নিয়ে সবাই হাসা হাসি করে ? কি এমন অস্বাভাবিকতা আছে তার মধ্যে ?
হ্যাঁ, এবার সেই উত্তর আমি দেব ।
ভদ্রলোক পুরুষ হলেও তাঁর মধ্যে অস্বাভাবিক রকমের একটা নারীত্ব বজায় ছিল । কথাবার্তা, হাঁটাচলায় এগুলো প্রকাশ পেত । আমরা মেয়েরা যখন কথা বলতাম ওঁ আমাদের মাঝখানে বসে গালে হাত দিয়ে শুনত , আবার মতামত গুলোও
সুন্দর করে গুছিয়ে মুখের নানা রকম ভঙ্গিমায় আমাদের সামনে তুলে ধরত । পরে জেনেছিলাম ওঁর একজন পুরুষ বন্ধু আছে এবং এরই মধ্যে বেশ কয়েকবার পুরুষ বন্ধুর পরিবর্তনও ওঁ করেছে । আমার সেই বন্ধুর সঙ্গে যখন আমার বন্ধুত্বটা
খুব গভীর তখন একদিন সাহস করে জিজ্ঞাসা করেছিলাম, "তোর কি প্রথম থেকেই পুরুষদের পছন্দ ?"
ওঁর মুখে যা শুনেছিলাম তা শুনে আমি মর্মাহত হয়েছিলাম । ওঁ আমাকে জানিয়েছিল ওঁ ছোটবেলায় ওঁর কাকার কাছে শুত । ওঁর আপন কাকা ওঁকে প্রতি রাতে ধর্ষণ করত । সেই থেকে ওঁর মানসিক গঠনটাই এরকম হয়ে গেছে । সেই শৈশবেই
ওঁ মনে প্রাণে এক নারী হয়ে উঠেছিল ।
আমার এই বন্ধুটি এখন SEX CHANGE করে একজন নারী হয়েছেন । আমার এই লেখা লিখতে গিয়ে পরেও তাঁর কথা আবার আমি তুলে ধরব ।
(৩) আমাদের বাড়ীতে মনিকা মাসি কাজ করত । মনিকা মাসি আসত বীরনগর থেকে । সারা দিন আমাদের পাড়ায় ঠিকে ঝিয়ের কাজ করে বিকেলের কৃষ্ণনগরে বাড়ী ফিরত । মনিকা মাসির সাথে আসত ওঁর মেয়ে শ্যামলী । শ্যামলী ছিল আমার শৈশবের
সঙ্গী । একদিন শ্যামলী স্কুলে ভর্তি হল । আমাদের পাড়ারই একটা প্রাইমারি স্কুলে ভর্তি হল ওঁ । শ্যামলীর আমাদের বাড়ীতে আসা বন্ধ হল । মাসির কাছে শুনলাম ওঁ ওঁদের স্কুলের হেড মিস্ট্রেসের বাড়ী থাকে এবং পড়া শুনায় ভালোই মন দিয়েছে ।
কিছুদিন পর শ্যামলী ফিরে আসল আমাদের বাড়ী । শুনলাম পড়াশুনা ছেড়ে দিয়েছে । মনিকা মাসি আমাদের কোন কথা খুলে বলেনি সেই সময় । শ্যামলীর কাছ থেকে আসল খবরটা পেয়েছিলাম আমরা । দিদিমণির বাড়ীতে ভালোই ছিল শ্যামলী । তবে দিদিমণি যখনই বাইরে কোথাও যেত, দিদিমণির বর নিজের গোপন অঙ্গটা বার করে বলত নে ধর । দিদিমণিকে বললে সে বিশ্বাস করত না ।
একদিন দিদিমণি বাড়ী ছিল না, শ্যামলী একা ছিল বাড়ীতে । সেই সুযোগে দিদিমণির বরের হাতে শহীদ হয় ৮ বছরের শ্যামলীর শৈশব ।
আমি শ্যামলীর এই ঘটনা টা নিয়ে একটা কবিতা লিখেছি, কবিতাটা আমার "মনবনীর কাব্য কথা" য় প্রকাশিত হয়েছে ।
নে... ধর
দেবশ্রী
মণিকার মেয়ে শ্যামলী
সরকারি স্কুলের ছাত্রী,
স্কুল শেষে মায়ের সাথে
এ বাড়ী ও বাড়ী ।
পড়াশুনার বিস্তর ক্ষতি,
মা এ পাড়ার কাজের মাসি,
মেয়েকে যে হতেই হবে দিদিমণি ।
স্কুলের বড়দির লাগবে একখানি মেয়ে
হাতে হাতে কাজ করবে যে,
বাড়ীর মেয়ের মতনই থাকবে ।
খাওয়াপরা, মাস গেলে হাজার টাকা পাবে,
শ্যামলীর বর্তমান ঠিকানা বড়দিদির বাড়ী ,
কিরে শ্যামলী, কেমন সে বাড়ী ?
মন্দ নয়, স্কুল শেষে হাতে হাতে
কাজ সারি,
তারপরে দিদির কাছে পড়তে বসি ।
পেট ভরে খেতে পাই, বেশশ খুশি ।
বেশ, তবে আর মন্দ কি ।
ঘড়িতে বিকেল চারটে
ভাদ্র মাসের এক বিকেলে
শ্যামলী আসল আমার বাড়ীতে ।
চোখে মুখে আতঙ্ক, শরীরখানি
একখানি ছেড়া ওড়নায় আবৃত ।
বললি তো ভালো আছি
তবে কেন এপরিনতি ?
দিদিমণির বর
একা পেলেই বলতো
নে... ধর ।
দিদিমণিকে বললে বলতো
এই মেয়ে, চুপ কর ।
আজ সে গেছে বাপের বাড়ী,
আমি একা হাতে কাজ করি ।
পেছন থেকে লাঠির বাড়ি
নে... ধর বলছি,
মেঝের ওপর হলাম বলি ।
দিদি....এখন আমি কি করি ?

(৪)শেষ ঘটনা টিও আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের শোনাব । আমি ছোটবেলা থেকে আঁকা শিখি । এখন যে অভিজ্ঞতাটা বলব তখন আমি ক্লাস ফাইভে পড়ি । নতুন একটা আঁকার স্কুলে ভর্তি হয়েছি ।
ছুটি হলেই সেই স্কুলের কিছু টিচার আবদার করত যে তাদের ঠোটে চুমু খেয়ে যেতে হবে, না হলে তাঁরা যেতে দেবে না । যথারীতি আমরাও চুমু খেয়ে তার পর ছুটি পেতাম । একদিন আমার এক বন্ধু রেণুকা আমাকে জানাল যে
একজন টিচার নাকি তার সঙ্গে আঁকার স্কুল ছুটি হবার পর এমন অসভ্যতা করেছে যা নাকি সে নিজের মুখে বলতে পারবে না ।
আমার এখন মনে হয় ঐ বেকার পুরুষ গুলো আঁকার স্কুল খুলেছিল বাচ্চাদের দ্বারা নিজেদের যৌন ইচ্ছে গুলো মেটাবার জন্য ।
আমার সত্যি খুঁব দুঃখ হয় যখন দেখি দিল্লিতে তিন মাসের শিশুকে রেপ করে দেওয়ালে ছুড়ে ফেলা হয়েছে, গুজরাটে ছয় মাসের কন্যা সন্তান রেপ হয়েছে তার প্রতিবেশী যুবকের দ্বারা । দক্ষিণভারতের মন্দিরে এখনও রমরমিয়ে দেবদাসী প্রথার নামে চলছে CHILD ABUSE.....ধর্মের নামে শিশুদের দিয়ে চালান হচ্ছে যৌন ব্যবসা । প্রশাসন সব দেখেও নির্বাক দর্শকের ভূমিকা নিয়েছেন । কারণ ভোট ব্যাঙ্ক গুলোকে তো বাঁচাতে হবে । আমি নাম না করেই বলছি ভারতবর্ষের পূর্বদিকের কোন এক রাজ্যের মুখ্যমন্ত্রী RAPE কে আধুনিকতার সঙ্গে তুলনা করেছেন । ভেবে দেখুন ক্ষমতা কি ভীষণ জিনিস ।
আসমুদ্র হিমাচল কোন শিশুই সুরক্ষিত না এদেশে ।
TIME'S OF INDIA র একটি রিপোর্ট তুলে ধরছি
Indian police are investigating the alleged rape of a three-year-old girl in her school in the city of Bangalore.
The child returned from school on Tuesday and complained of pain that had been caused by "an uncle in school", her parents told the police.
Police say they are questioning school staff and are waiting for a report on the child's medical condition.
The incident comes three months after a six-year-old was raped by a staff member in another Bangalore school.
That led to street protests by parents and activists, with many accusing the school of not handling the allegations properly.


"We have registered cases for rape and the Protection of Children from Sexual Offences (POCSO) Act," Bangalore Police Commissioner MN Reddi told BBC Hindi.
He said police were looking at security cameras for any leads. There have been no arrests yet.
The alleged assault on the three-year-old is the latest in a series of brutal gender-related crimes that have caused outrage in India.
Scrutiny of sexual violence has grown since the 2012 gang rape and murder of a 23-year-old student on a Delhi bus.
The crime sparked days of protests and forced the government to introduce tougher anti-rape laws, including the death penalty.
But the law appears to have failed to act as a deterrent. Statistics from the National Crime Records Bureau for 2013 show one rape was reported every 21 minutes

আরেকটি রিপোর্ট আমি তুলে ধরছি
 The rape of a 6-year-old girl at a school in Bangalore has refocused attention on sexual abuse of children in India, Human Rights Watch said today. India’s central and state governments should take immediate steps to implement the 2012 Protection of Children from Sexual Offences Act.
 The July 2014 attack in Bangalore follows several highly publicized incidents of sexual abuse of children in schools, alternative care institutions, and family settings. In May, villagers protested after two teenage girls from a marginalized community in the northern Indian village of Badaun were found hanging from a tree, allegedly gang-raped and murdered. In the same month, children at a residential shelter for the underprivileged in the town of Karjat in western India reported that they had been raped, forced to watch and enact scenes from pornographic films, and made to eat feces. In April 2013, a 5-year-old girl was allegedly abducted, raped, and tortured for two days by her neighbors in Delhi. These attacks have led to numerous public protests calling for effective action.
“News reports of yet another horrific child sexual abuse case suggest that the Indian central and state authorities need to be doing more to protect children,” said Meenakshi Ganguly, South Asia director. “There should not have to be public protests for the authorities to vigorously enforce the new children protection law, and to promptly investigate and prosecute people accused of sexually abusing children.”
Under the Protection of Children from Sexual Offences Act, all forms of child sexual abuse are for the first time specific criminal offenses. The law also establishes important guidelines for the police and courts to deal with victims sensitively and provides for creating special courts to handle these cases. The provisions have contributed to increased reporting of child rape cases across the country. According to the National Crime Records Bureau, 12,363 cases of alleged child rape were reported in 2013, compared with 8,541 in 2012, an increase of 45 percent.
 But the law has yet to be effectively implemented. In the Bangalore case, the parents of the victim filed a police complaint in early July 2014. However, delays in an investigation as a result of alleged police inaction, and public suspicions that the management of the prominent school was trying to keep the case quiet to cover up negligence, led thousands of parents to protest, beginning July 15. The police have since arrested a rape suspect, the school’s skating instructor. The school’s chairman has also been arrested for allegedly concealing information from the police and trying to destroy evidence. State authorities have also transferred two top police officers from Bangalore.
 In the Badaun case, the girls’ relatives alleged that the police refused to help them find the missing girls or receive their complaint and instead ridiculed them and sent them away after asking about their caste. The authorities eventually arrested five suspects, including two policemen who were charged with criminal conspiracy for refusing to accept the complaint or take any action.
 Many cases of sexual abuse of children remain unreported due to institutional barriers that make reporting difficult, or ill-treatment and social stigma in government and community responses. A 2013 report by Human Rights Watch found that many children were effectively mistreated a second time by police and other authorities who did not want to hear or believe their accounts, and subjected to traumatic medical examinations. The sexual abuse of children in residential care facilities for orphans and other vulnerable children is a particularly serious problem.
“Too often, Indian officials react angrily to media questions after child sexual abuse incidents,” Ganguly said. “Instead of wishing the complaints away, the authorities should focus on creating a well-trained and accountable police force, and create protection mechanisms in schools and institutions.”
In Bangalore, according to police, the school had failed to verify the background of the accused teacher, who had been fired from another school for gross misconduct after repeated warnings not to touch girls inappropriately.
 To prevent sexual abuse of children, state governments should draw up guidelines for schools and other educational institutions. The state authorities should also ensure that all institutions housing children are subject to regular and periodic inspections, and institute regulation of residential care facilities that includes independent and confidential interactions with children and staff.
 In June 2014, the United Nations Committee on the Rights of the Child expressed concerns over child sexual abuse in India and the fear of social stigma that leads to many cases going unreported. The committee recommended that the Indian government establish mechanisms, procedures, and guidelines to ensure mandatory reporting of all cases of child sexual abuse and take necessary measures to ensure the proper investigation, prosecution, and punishment of the abusers. It also urged the Indian authorities to conduct awareness-raising activities, with children’s participation, to prevent child sexual abuse.
 Schools and children’s institutions can also take steps to prevent abuse of children. Each institution should have a standard and uniform child protection policy applicable to all permanent and part-time employees and consultants. Children should be given age-appropriate orientation and training about the institution’s protection policy and the reporting procedure. Complaint mechanisms should be accessible, child-friendly, effective, and impartial, and allow for anonymous reporting. All institutions should also establish an independent and impartial child abuse monitoring committee to oversee and implement the guidelines.
“Child sexual abuse remains a serious problem despite a good law to address it,” Ganguly said. “If the authorities are serious about protecting the country’s children, they should take immediate steps to implement a more effective system to rigorously monitor all government and private children’s institutions.”

NEW DELHI: Only 15.3 per cent of all cases relating to sexual offences against children in 2013 saw completion of trials in that year and the conviction rate for such crimes was a low 31.5 per cent, latest figures released by the National Crime Records Bureau (NCRB) reveal.
 Nearly 85 per cent cases of child rape continue to be pending in various courts across India, according to the report.
 Extreme reluctance of parents to bring their victimized children to courts, inability to ensure their anonymity and conflicting testimonies by kids scarred by assault are some of the primary reasons why sex crime cases against children tend to linger on.

ND TV INDIA র একটি রিপোর্ তুলে ধরছি

Three-year-old child gang raped, two young Indian women violated and dumped in capital
(03-07 19:09)
 Two women have been kidnapped and gang-raped near Delhi, police told AFP today, in two separate incidents that highlighted the persistent risk of sexual crimes in India.
 Police also said a three-year-old child has been gang-raped in southern Kerala.
 In one case, three men abducted and attacked a 19-year-old girl, who hailed an auto rickshaw carrying two male passengers near a popular shopping center in Delhi's satellite city of Ghaziabad last weekend, a police official said.
“The driver drove the rickshaw to a remote forested area where he and the two other men repeatedly raped her before fleeing the area,'' Nitin Tiwari, Ghaziabad's senior superintendent of police, told AFP. The teenager then made her way to a local police station where she filed a case against her attackers, two of whom confessed to their crimes earlier this week, Tiwari said. Police are still in pursuit of the third man, he added.
 The second incident involved a 25-year-old girl who met one of her alleged attackers in a park in east Delhi on Wednesday to discuss a possible job opportunity, Delhi police press officer Satbir Singh told AFP.
“She said the man offered her a soft drink, which she drank before passing out due to some illicit substance in the drink. When she woke up, she found herself trapped in a car with a few other men inside,'' Singh said.
“The men raped her before dumping her near a dustbin, where police found her lying unconscious at two in the morning,'' he said.
 Police have registered a case and are hunting for the alleged attackers, he added.
 Police also said a three-year-old child who was allegedly kidnapped and gang-raped had been admitted to a hospital in the southern state of Kerala, local media reported Thursday.
 The toddler went missing on Tuesday morning, before a group of school students found her lying unconscious outside and called the police, according to NDTV news channel. The child sustained several injuries and has already been through two surgeries at a hospital in Kozhikode city, where she is currently under observation.
 Rape incidents in Delhi alone have doubled this year, India's minister of state for home affairs Mullappally Ramachandran told the upper house of parliament on Wednesday.
 India’s capital has recorded four rape cases a day since January 1, compared with an average of two rape cases registered daily in 2012, though the increase could be attributed, in part, to more reporting by emboldened women.

এখন আমার প্রশ্ন হচ্ছে রোজ রোজ এরকম ঘটনা ঘটছে দেখেও কি আমাদের গান্ধীজীর তিনটি বাদর হয়ে বসে থাকাটা ঠিক হবে ? আমরা মায়েরা সকলেই শৈশবে কোন না কোন সময় victim হয়েও কি গান্ধারী সেজে বসে থাকব ?
আমরা পারি না আমাদের সন্তানদের বাস যোগ্য একটু নিরাপদ পরিবার গঠন করতে ?
আমি নিশ্চিত, আমরা মায়েরা যদি একটু সচেতন হই তা হলে কোন দাদা,বাবা , কাকা কোন কারুর ক্ষমতা হবে না আমাদের সন্তানদের সর্বোনাশ করা ।
Dictionary থেকে হয় তো CHILD ABUSE কথাটাই মুছে যাবে ।
 

Comments

Popular Posts