অনুরাগ

অনুরাগ
দেবশ্রী চক্রবর্ত্তী


অন্ধকারে নিরালায় নিঃসঙ্গতার অন্তরালে
গভীর প্রেমের পরকীয়ার হাতছানি
চুপিচুপি অতলান্তিক নীল অনন্তের
রূপশালী ধান ক্ষেতের সোনালি মোহময়ি
বিলিকাটা সোহাগে আদরে আপ্লুত
ফল্গুধারা অনন্তে প্রবাহিত ।
অনুরাগের উত্তাপে আবিষ্ট মন
পদাবলীর কাব্যিক ছন্দে পূর্বরাগের
প্রস্ফুটিত কোমলের সাথে ভ্রমরের
মিলনের ব্যাকুলতায় আপ্লুত হয়ে আজ দীর্ঘ
পথ পাড়ি দিল অভিসারে ।

Comments

Popular Posts