অনুরাগ
অনুরাগ
দেবশ্রী চক্রবর্ত্তী
অন্ধকারে নিরালায় নিঃসঙ্গতার অন্তরালে
গভীর প্রেমের পরকীয়ার হাতছানি
চুপিচুপি অতলান্তিক নীল অনন্তের
রূপশালী ধান ক্ষেতের সোনালি মোহময়ি
বিলিকাটা সোহাগে আদরে আপ্লুত
ফল্গুধারা অনন্তে প্রবাহিত ।
গভীর প্রেমের পরকীয়ার হাতছানি
চুপিচুপি অতলান্তিক নীল অনন্তের
রূপশালী ধান ক্ষেতের সোনালি মোহময়ি
বিলিকাটা সোহাগে আদরে আপ্লুত
ফল্গুধারা অনন্তে প্রবাহিত ।
Comments
Post a Comment