সংবাদপত্র

সংবাদপত্র

দেবশ্রী চক্রবর্ত্তী

মৃত্তিকার যন্ত্রণা হইতে

নিঃসৃত বিন্দু বিন্দু রক্তে

সিক্ত রুমালখানি সে

সযত্নে মেলিয়া ধরিল

অর্কের তপ্ত প্রশস্ত

ললাট খানির মাঝে ।

উষ্ণ, সূক্ষ্ম স্নেহানুভূতির স্পর্শে

রক্ত কণিকাগুলি পরিণত হইল

শোষণের নির্লজ্জ নির্মম

এক একটি বিসাদঘন চিত্রে ।

অর্কের উজ্জ্বল উপস্থিতি

বঞ্চিত রূপকথাদের বঞ্চনার

চিত্রের রক্তিম  প্রবাহ আসিয়া

প্রতিফলিত হইল শ্বসনতন্ত্রের

পাষাণ দুর্গের প্রাচীরে,

যাহা চূর্ণ বিচূর্ণ করিয়া দিলো

কোহিনূরের অমূল্য অবয়বকে ।



Comments

Popular Posts