বীরাঙ্গনা উবাচ


বীরাঙ্গনা উবাচ
দেবশ্রী চক্রবর্ত্তী
৭১ এর প্রসব বেদনায়, জন্মযুদ্ধে, মুক্তিযুদ্ধে
হে সীমান্ত দেশ তোমার জননীর তলপেটে
সবুজ জরায়ুর চোরকুঠুরিতে তুমি রক্তাক্ত এক ভ্রূণ হয়ে
বেয়োনেটের খোঁচায় লুকিয়ে বেঁচে ছিলে ।
অফুরন্ত হৃদয় ঝরেছিল দু চোখের পাতা বেয়ে,
অনলস যন্ত্রণায় ক্ষতবিক্ষত যোনি বর্বরের চাহিদায় মিটিয়ে।
মাঝ রাতে সেই প্রসূতি সদন তৈরি ছিল বারুদ আর কাঁটা তাঁরে ।
সদ্য জাতের কান্না শুনে জননী ব্যাকুলা স্নেহে,
তোমায় স্তন পান করিয়ে ছিলও বাঘিনীর মতন বসে ।
দুকূল ছাপিয়ে দুধের বান ডেকেছিল বাৎসল্য প্রেমে,
শতশত বুলেট ছুটে এসেছিল বঙ্গ জননীর বুকে ।
তোমার শরীরের লতায় পাতায় আমি খুঁজেছি তারই দাগ,
বীরাঙ্গনা মায়ের আত্ম বলিদানে জন্ম হল যার ।

Comments

Popular Posts