দগ্ধ
দগ্ধ
দেবশ্রী চক্রবর্তী
মনে পড়া মানেই যন্ত্রনা আর দীর্ঘশ্বাস ,
এলো চুলের গভীরে ঢেউ খেলানো
সমুদ্র সৈকত আর মুছে যাওয়া তপ্তবালুর ওপর
কাঁকড়ার পায়ের ছাপ । তাকে রাখবো
মনের গভীরে ঝাউ বনের ডালপালার ছায়ায় ।
মনে পড়ে ,শুধু মনে পড়ে সাইক্লোনের সেই গভীর
ঘুর্নাবর্তে আমার হাত ।
বুকের ভেতর চাপা পাথরের ঘর্ষনে জেগে ওঠা হাহাকার
দাবানলের মতন জ্বালিয়ে দেবে আমার পার্থিব ইমারত ।
অদ্ভূত পোড়া গন্ধ চারদিকে , এসো আমরা মানসিক ভারসাম্য হারিয়ে
মনে মনে ফিরে যাই শৃঙ্খল ভাঙ্গা পথে । তবু বেচে থাকার মানে যন্ত্রনার মাংসপিন্ড
আর স্বপ্ন ভঙ্গের পিচগলা হাহাকার ।
তোমার সাদা পাকা দাড়ি গোফের মাঝে প্রবাসী দীর্ঘশ্বাস বহমান
আমার বক্ষ যুগলের মাঝে জেগে ওঠা দ্রাক্ষা বনে ।
হায় রে, শুধু হাহাকার আর হাহাকার , আমি অন্তঃশলীলা হয়ে বয়ে চলি মরুপথে
হাজার বছরের বহমান উষ্ণ বিরহ দগ্ধ নাম হারা নদী রূপে ।
Comments
Post a Comment