হাহাকার

হাহাকার 
দেবশ্রী চক্রবর্তী 
দীর্ঘশ্বাস শুধু মরিচিকার মতন মাটির ঘর আর লন্ঠনের আলোয় 
দূরদূরান্ত সাদাকালো চিত্রপটে অনাবৃষ্টিতে আক্রান্ত কালো ফাটোলের 
মাঝে জীবিত নর্তকের শেষ আকুতিতে লেখা এক হাহাকার ।
অতীতের স্মৃতির টানে ভাসমান মাটির কলশির গায়ে মৃত শ্যাওলার
জীবাস্মর টানে অন্তঃশলীলা জাগ্রত হয় মরুভূমির বুকে ।
আর কত দূর, ওই যে মহেঞ্জদারোর ঝলসানো ইট আর শুকনো শস্যদানার
রোমন্থনের মাঝে অতীত আর বর্তমানের ঘর্ষনে জেগে ওঠা মৃদঙ্গের তালে
রচিত সিন্ধু রমনীর নৃত্যময় গাথা এগিয়ে চলে মেহেরগড়ের ঘুমন্ত কবির
কবরের ওপর জেগে থাকা পান্ডুলিপির জীবাস্মের টানে ।

Comments

Popular Posts