মিলন্তি

মিলন্তি

দেবশ্রী

বর্ষা ও শরতের মাঝামাঝি,

সূর্য ও মেঘের লুকোচুরি

বিষণ্ণতা আর খুশি পাশাপাশি

শামুক খোলে গুটিয়ে থাকি ;

গাজা আফিং এর ঘোড়

না কোন সংক্রামক ব্যাধি !

না,সহজিয়া পথের এক জটাধারী ।

আমি সনাতনের পথে পথ চলি;

ম্যানগ্রোভের বনে শাশ্বত,চিরন্তন সব মাখামাখি ।

Comments

Popular Posts