শ্রীর খোলা জানালা
শ্রীর খোলা জানালা
দেবশ্রী
দূরবীনে চোখ রেখেছি...
দূর বহু দূরে আঁকাবাঁকা লাল মোরামের রাস্তা,
দুধারে ধানের ক্ষেতের কালো রঙের মাঝে
একখানি শিশির বিন্দু শিশুর মুখ থেকে
ঝরে পরা লালার গন্ধ বয়ে আনে ।
ক্ষেতের মাঝে একখানি কবর,
যাত্রা শেষে এক পথিক সবুজ চাদর ঢেকে
চিরনিদ্রায় শায়িত ।
এক বার থমকে দাঁড়ান,আবার পথ চলা ।
ক্ষুধাতুর দুটি আঁখি মেলি দূরে বহু দূরে,
আমার শিরা উপশিরার সাথে ধরণীর নাড়ীর বন্ধন ।
আধো আলো,আধো অন্ধকারে চুপি চুপি তারা আসে
পিছু পিছু ।
বুনো হাঁস,মেঠো ইঁদুর,কাশফুল আমার সাথে চললও
ডানা ঝাপটে ।
কুয়াশার মাঝে ঠাকুমার পুণ্যি পুকুরে আমার শৈশব
ডুব সাঁতার কাটে ।
দূর পাড়াগাঁর মেঠো চাষার শরীরের ঘামের ঘ্রাণ,
আমাকে মোহিত করে ।
বুকের মাঝে সে রাতে জমেছে যে শিশিরের জল,
উষ্ণ মনে ফুটন্ত কাউনের চালের গন্ধ
ছড়িয়ে পরে কনক্রিটের চার দেওয়ালের মাঝে ।
Comments
Post a Comment