কবিতায় গৃহলক্ষ্মী
কবিতায় গৃহলক্ষ্মী
দেবশ্রী
শ্বশুর বাড়ীতে প্রথম গৃহ প্রবেশ,
সাদা কালো দাবার ছক কাটা মেঝের ওপর
লাল আলতা লাগা পায়ের ছাপ ।
মনের কোনে রইল রাজনীতির মঞ্চে
প্রথম পদক্ষেপের এাস ।
এইভাবে কাটল বছর তিন চার,
লোভ,হিংসা,রেষারেষি
নতুনকে কে দেবে স্বীকৃতি ?
তারই মাঝে মনে লাগল
ছোটখাটো কিছু মোহের ছাপ;
শেষমেশ সুখের পাল্লাটি ভাঁড়ি থাক ।
পরিপাটি বিছানা, তাঁতের হলুদ শাড়ির
এক কোনে সোনালি সুতোর অলঙ্কারই,
আমি এলো চুল সাধের আসন বুনি,
কালবৈশাখী ঝড়ের এলোপাথাড়ি,
কাদা মাখা পায়ের ছোপ
সাদার ওপর কালোর ওপর;
শরতের শিশির ভেজা ভোরে
বসন্তের কুহু রব,
শিউলি ঢাকা পথে আগমনীর আবির্ভাব ।
শুক্ল পক্ষের আগমনে কেটে যায়
কৃষ্ণ পক্ষের অন্ধকার,
মেঝের ওপর পরে লক্ষ্মীর পায়ের ছাপ,
অন্ধকার নিরাশাকে দূর করে
দুয়ার আগলে বসে থাকে কোজাগরী।
দেবশ্রী
শ্বশুর বাড়ীতে প্রথম গৃহ প্রবেশ,
সাদা কালো দাবার ছক কাটা মেঝের ওপর
লাল আলতা লাগা পায়ের ছাপ ।
মনের কোনে রইল রাজনীতির মঞ্চে
প্রথম পদক্ষেপের এাস ।
এইভাবে কাটল বছর তিন চার,
লোভ,হিংসা,রেষারেষি
নতুনকে কে দেবে স্বীকৃতি ?
তারই মাঝে মনে লাগল
ছোটখাটো কিছু মোহের ছাপ;
শেষমেশ সুখের পাল্লাটি ভাঁড়ি থাক ।
পরিপাটি বিছানা, তাঁতের হলুদ শাড়ির
এক কোনে সোনালি সুতোর অলঙ্কারই,
আমি এলো চুল সাধের আসন বুনি,
কালবৈশাখী ঝড়ের এলোপাথাড়ি,
কাদা মাখা পায়ের ছোপ
সাদার ওপর কালোর ওপর;
শরতের শিশির ভেজা ভোরে
বসন্তের কুহু রব,
শিউলি ঢাকা পথে আগমনীর আবির্ভাব ।
শুক্ল পক্ষের আগমনে কেটে যায়
কৃষ্ণ পক্ষের অন্ধকার,
মেঝের ওপর পরে লক্ষ্মীর পায়ের ছাপ,
অন্ধকার নিরাশাকে দূর করে
দুয়ার আগলে বসে থাকে কোজাগরী।
Comments
Post a Comment