কবিতায় গৃহলক্ষ্মী

কবিতায় গৃহলক্ষ্মী

দেবশ্রী


শ্বশুর বাড়ীতে প্রথম গৃহ প্রবেশ,
সাদা কালো দাবার ছক কাটা মেঝের ওপর
লাল আলতা লাগা পায়ের ছাপ ।
মনের কোনে রইল রাজনীতির মঞ্চে
প্রথম পদক্ষেপের এাস ।
এইভাবে কাটল বছর তিন চার,
লোভ,হিংসা,রেষারেষি
নতুনকে কে দেবে স্বীকৃতি ?
তারই মাঝে মনে লাগল
ছোটখাটো কিছু মোহের ছাপ;
শেষমেশ সুখের পাল্লাটি ভাঁড়ি থাক ।
পরিপাটি বিছানা, তাঁতের হলুদ শাড়ির
এক কোনে সোনালি সুতোর অলঙ্কারই,
আমি এলো চুল সাধের আসন বুনি,
কালবৈশাখী ঝড়ের এলোপাথাড়ি,
কাদা মাখা পায়ের ছোপ
সাদার ওপর কালোর ওপর;
শরতের শিশির ভেজা ভোরে
বসন্তের কুহু রব,
শিউলি ঢাকা পথে আগমনীর আবির্ভাব ।
শুক্ল পক্ষের আগমনে কেটে যায়
কৃষ্ণ পক্ষের অন্ধকার,
মেঝের ওপর পরে লক্ষ্মীর পায়ের ছাপ,
অন্ধকার নিরাশাকে দূর করে
দুয়ার আগলে বসে থাকে কোজাগরী।


Comments

Popular Posts