হেঁইয়ো মারো
হেঁইয়ো মারো
দেবশ্রী চক্রবর্ত্তী
টাপুর টুপুর বৃষ্টি পরে
নৌকা দোলে নদীর ঘাটে,
বামুন ঠাকুর ছুট্টে চলে
নারান পূজো রায় বাড়ীতে ।
বৃষ্টি পরে বৃষ্টি পরে
বাবুদের ঔ আমবাগানে,
পুকুর পাড়ে মাছ উঠেছে
কালু দুলের লম্বা জালে ।
অসময়ে ঝড় উঠেছে
দুর্গা পূজার ঢাক বেজেছে,
বড় বাড়ীর ঠাকুর দালানে
যাত্রা পালা শুরু হবে ।
গিন্নীরা সব চোখ রেখেছে
ঘুলঘুলির ছোট্ট ফাকে ।
দামদরের পূর্ব দিকে
বর্গিরা সব আসছে ধেয়ে ।
আলো গুলো নিভে গেছে
আনন্দ উৎসব থেমে গেছে ।
জমিদার বাড়ীর চার দেওয়ালে
নারী শিশু ঠাই নিয়েছে ।
প্রজারা সব তৈরি আছে,
ধর্মীয় বিভেদ মুছে গেছে ।
গ্রাম জ্বলেছে ঘর পুড়েছে
পশ্চিমে ধোয়া উঠেছে,
সূর্যটিও ডুব দিয়েছে,
নদীর জল রাঙিয়ে গেছে ।
দস্যুরা সব ফিরে গেছে
বুলবুলিতে ধান খেয়েছে ।
জমিদাররা গর্জে ওঠে
খাজনা দেবার সময় হয়েছে ।
প্রজারা সব গুঙিয়ে ওঠে
ভিটে মাটি গেছে জ্বলে ।
বড় মানুষ কি আর এসব বোঝে
টাকা পয়সার হিসেব কষে ।
চারিদিকে ঢেউ উঠেছে,
বিপ্লবের বার্তা এনেছে,
শোষকের এই রাজনীতিতে
হেঁইয়ো মারো
টান লেগেছে ।
Comments
Post a Comment