ধর্ষণ
ধর্ষণ
দেবশ্রী চক্রবর্ত্তী
সোহাগির মৃত্যুটা আজও একটা দুঃস্বপ্ন,
সেই দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে ৩০ বছর ধরে ।
সে এক অতৃপ্ত প্রেতাত্মার মতন তাঁর অশরীরী
বিষাক্ত ছোবল বসিয়ে বেড়াচ্ছে বিস্তৃত সমাজের বক্ষে,
স্কুল,কলেজ, রাস্তা থেকে সোজা বেডরুমে আনাচে কানাচে
ছড়িয়ে পরছে তার বিষাক্ত নীললোহিত ।
তাঁর গলে যাওয়া শরীরটা পচন ধরিয়েছে আমাদের নারীত্বে ।
আমরা ভীষণ অসহায়, আমরা ভীষণই অপারগ,
এই মারণ ব্যাধির বিষাক্ত ছোবলের কাছ আমরা সমর্পিত ।
সোহাগির মৃত্যুটা আজও একটা দুঃস্বপ্নের মতন,
ওঁর যোনি দ্বারে জমাট বাধা রক্ত লাল সেলাম জানিয়ে চলেছে,
এযে সিফিলিসের জীবাণু এযে HIV র বিষ,
যা ধীরে ধীরে আমার শরীরে রক্তে প্রবেশ করেছে ।
দেবশ্রী চক্রবর্ত্তী
সোহাগির মৃত্যুটা আজও একটা দুঃস্বপ্ন,
সেই দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে ৩০ বছর ধরে ।
সে এক অতৃপ্ত প্রেতাত্মার মতন তাঁর অশরীরী
বিষাক্ত ছোবল বসিয়ে বেড়াচ্ছে বিস্তৃত সমাজের বক্ষে,
স্কুল,কলেজ, রাস্তা থেকে সোজা বেডরুমে আনাচে কানাচে
ছড়িয়ে পরছে তার বিষাক্ত নীললোহিত ।
তাঁর গলে যাওয়া শরীরটা পচন ধরিয়েছে আমাদের নারীত্বে ।
আমরা ভীষণ অসহায়, আমরা ভীষণই অপারগ,
এই মারণ ব্যাধির বিষাক্ত ছোবলের কাছ আমরা সমর্পিত ।
সোহাগির মৃত্যুটা আজও একটা দুঃস্বপ্নের মতন,
ওঁর যোনি দ্বারে জমাট বাধা রক্ত লাল সেলাম জানিয়ে চলেছে,
এযে সিফিলিসের জীবাণু এযে HIV র বিষ,
যা ধীরে ধীরে আমার শরীরে রক্তে প্রবেশ করেছে ।
Comments
Post a Comment