আদিম রিপু

কালো রঙা আদুর গায়ে
আদুর চুলী ছেলে
জারুল ফুলের গন্ধ বুকে
মহুয়া মাখা চোখে,
তোর নেশায় হারিয়ে গেছি
অচানকমার বনে ।

ফাগুন মাসে মাদল বাজে
জ্যোৎস্না মাখা রাতে,
হিজল গাছের মগ ডালেতে
দুটি চোখ জ্বলে ।

Comments

Popular Posts