ছদ্মবেশী
২
দেবশ্রী চক্রবর্ত্তী
গতকাল হায়দ্রাবাদ ইউনিভার্সিটির প্রফেসর ডঃ সত্যব্রত রাউত একটি ভিডিও শেয়ার করছিলেন এবং তিনি
সকলকে অনুরোধ করেছিলেন ভিডিওটা পুরোটা দেখবার জন্য । ভিডিওটা ওপেন করার পর দেখলাম কানহাইয়া কুমারের
JNU র ভাষণ । ভাষণটা পুরোটা শুনে আমার ওকে একবার ও দেশদ্রোহী তো মনে হয়ই নি, উল্টে দেশপ্রেমিক মনে হয়েছে ।
কানহাইয়া লাল এক ষড়যন্ত্রের শিকার । সেদিন কানাইয়াদের মধ্যে কারা আফজাল গুরুর পোস্টার হাতে শ্লোগান দিতে দিতে
ঢুকেছিল ? তারা কি গ্রেফতার হয়েছে ? দেশের সংহতি নষ্ট করার জন্য এ কোন ষড়যন্ত্র না তো ?
গত সপ্তাহে একটা পোস্ট করেছিলাম "ছদ্মবেশী", এখন বুঝতে পারছেন তো পোস্টটা কতটা সময়োপযোগী ।
সকলকে অনুরোধ করেছিলেন ভিডিওটা পুরোটা দেখবার জন্য । ভিডিওটা ওপেন করার পর দেখলাম কানহাইয়া কুমারের
JNU র ভাষণ । ভাষণটা পুরোটা শুনে আমার ওকে একবার ও দেশদ্রোহী তো মনে হয়ই নি, উল্টে দেশপ্রেমিক মনে হয়েছে ।
কানহাইয়া লাল এক ষড়যন্ত্রের শিকার । সেদিন কানাইয়াদের মধ্যে কারা আফজাল গুরুর পোস্টার হাতে শ্লোগান দিতে দিতে
ঢুকেছিল ? তারা কি গ্রেফতার হয়েছে ? দেশের সংহতি নষ্ট করার জন্য এ কোন ষড়যন্ত্র না তো ?
গত সপ্তাহে একটা পোস্ট করেছিলাম "ছদ্মবেশী", এখন বুঝতে পারছেন তো পোস্টটা কতটা সময়োপযোগী ।
ভারতে
যেভাবে অনুপ্রবেশ চলছে তার পরিণতি
JNU র বর্তমান পরিস্থিতি । "Sajjad Ahmed" ওরফে দ্রৌপদী ঘোষ
এর মতন ISIS জঙ্গিরা ঢুকে পরেছে ভারতের
শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান
গুলোতে । এদের
নিশানায় এখন ভারতের ভবিষ্যৎ
প্রজন্ম
। এদের বিকৃত
মানসিকতার ছাঁচে এই নরম
মাটির তাল গুলোকে ঢেলে
এরা গড়ে তুলতে চাইছে
ANTI-INDIAN গ্রুপ ।
যার পরিণতি ভারতীয় উপমহাদেশকে
ISIS কল্পিত খুরসানা হতে বেশি সময়
আর লাগবে না ।
এই যে "Sajjad Ahmed" ওরফে ধ্রুপদী ঘোষ
এ ভারতে এলো কি
করে ? PASSPORT,VOTER ID
CARD ই বা তৈরি করল
কিভাবে ? যদি এগুলো না
থাকে তাহলে JNU এর CAMPUS এ ঢুকলই বা
কিভাবে ? আমার এক সাংবাদিক
বন্ধু বলছিলেন যে বারাসাত,হাসনাবাদ,বসিরহাট অঞ্চলে একটা চক্র
আছে যাদের প্রধান কাজ
চর বৃত্তি,
এবং এরা আরেক রকম
কাজ করে তা হল
বেশ কিছু টাকার বিনিময়ে
উত্তর ভারতের বেশ কিছু
নামী UNIVERSITY তে STUDENT দের ADMISSION করিয়ে দেয় ।
কিভাবে করায় সেটাই ভাববার
বিষয় । তাহলে
ভেবে দেখুন একজন ISIS জঙ্গি
বাংলাদেশ হয়ে ভারতে ঢুকে
কিছু টাকার বিনিময়ে এই
সব UNIVERSITY তে ADMISSION
খুব সহজেই নিতে পারে
।
এখন এই সব জঙ্গি
গোষ্ঠী যা করছে তাহল
ভারত বাংলাদেশ পাকিস্তান এই সব দেশের
সহজ সরল মুসলিমদের ধর্মের
নামে তাঁদের ব্রেন ওয়াস
করে তাদের দিয়ে অন্যধর্মের
মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে
।
আচ্ছা
আমি ধরলাম যে আই
এস জঙ্গিরা পুরো পৃথিবীটাকে ইসলাম
ধর্মের আওতায় এনে ফেললেন
। কিন্তু তার
পরিণতি কি ? সিরিয়া সহ
মধ্য এশিয়া আফ্রিকার দেশ
গুলির ওপর এরা যে
ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে তাই করবে ।
এক একটা মেয়েকে ২০
থেকে ২২ জন নিত্য
ধর্ষণ করে , নরমুণ্ড নিয়ে
ফুটবল খেলবে আর কি
।
IS জঙ্গিরা
যেভাবে হত্যা লীলা চালাচ্ছে,
এরা কি শুধু অমুসলিমদের
ওপর অত্যাচার চালাচ্ছে ? না এরা মুসলিম
দেরও
হত্যা
করছে, ইসলামী মেয়েদের যৌন-দাসী বানাচ্ছে ।
এদের অপকর্মের ভার নিশ্চয় সমগ্র
মুসলিম সমাজ নেবে না
।
Comments
Post a Comment