কলঙ্ক
কলঙ্ক
দেবশ্রী
কলঙ্ক, আমি রাত জাগা পাখি,
রাতের নিশাচরের শীৎকারের-
সঙ্গে আমি একাত্ম বোধ করি ।
কলঙ্ক, আমি ভুলেছি অবৈধতার পরিণতি,
কারণ পিরিতি রেখেছে আমার বিশ্বাসে-
এক মুঠো ছাই,
আমি অন্যের সুখ চুরি করে
সে সুখে নিজের সুখের রাজত্ব গড়তে শিখে গেছি ।
কলঙ্ক, তুমি রাতের আকাশে
উজ্জ্বল চাঁদটিকে দেখেছ ?
চাঁদের উজ্জ্বল আলোর মাঝেও থাকে
তোমার ছায়া ।
বৈধতা অবৈধতার মাপকাঠি পরে থাক
আলের ধারে ।
আমি আর তুমি পাশাপাশি পথ চলি ।
দেবশ্রী
কলঙ্ক, আমি রাত জাগা পাখি,
রাতের নিশাচরের শীৎকারের-
সঙ্গে আমি একাত্ম বোধ করি ।
কলঙ্ক, আমি ভুলেছি অবৈধতার পরিণতি,
কারণ পিরিতি রেখেছে আমার বিশ্বাসে-
এক মুঠো ছাই,
আমি অন্যের সুখ চুরি করে
সে সুখে নিজের সুখের রাজত্ব গড়তে শিখে গেছি ।
কলঙ্ক, তুমি রাতের আকাশে
উজ্জ্বল চাঁদটিকে দেখেছ ?
চাঁদের উজ্জ্বল আলোর মাঝেও থাকে
তোমার ছায়া ।
বৈধতা অবৈধতার মাপকাঠি পরে থাক
আলের ধারে ।
আমি আর তুমি পাশাপাশি পথ চলি ।
Comments
Post a Comment