মৃত্যুর ভায়োলিন
মৃত্যুর ভায়োলিন
দেবশ্রী চক্রবর্ত্তী
পৌষের রাতে
কুয়াশা মাখা যে পথটি
চলেগেছে তোমার গ্রামে,
তারই দুধারে
শাল পিয়ালের
ধূলিধূসর ফুলগুলিকে
খুঁজে পেলাম নতুন করে ।
তাঁরা বসন্তের প্রতীক্ষায় আছে ।
কোথায় যেন হারিয়ে গেছে,
বসন্তের রাঙা পথে
যারা এসেছিল সেই বনে,
মেয়েটির হলুদ শাড়ি ছিল পড়নে,
ছেলেটি ছিল সবুজ পাঞ্জাবীতে ।
কত গান, কবিতা মিশেছিল
হলুদ বাতাসে ।
কোথায় আজ দিন কাটে,
শাল পিয়ালের বন
অন্ধকার পৌষের রাতে
হারিয়ে যাওয়া গান,
আর হলুদ সবুজ উষ্ণ
আলিঙ্গন খোঁজে ।
ঐ অন্ধকার পথে,ঐ ভাঙা পথে
কত কেউ আসে,
কজনই বা এসব কথা মনে রাখে ।
নতুন বিষ ছড়িয়েছে আজ এই পথে,
অন্ধকার পৌষের রাতে
শাল পিয়ালের বনে
আজ মৃত্যুর ভায়োলিন বাজে ।
সত্যি খুব ভাল লাগলো.....!!! কোথায় যেন শ্রীকান্ত আচার্য্যের গান খুজে পেলাম- দোলে শাল পিয়ালের বন......
ReplyDelete