মরনের পরে
মরনের পরে
দেবশ্রী
বালিশের একপাশে রাখা খণ্ড বিখন্ড স্বপ্ন গুলি,
আমি ভুলে যেতে চাই আমার অতীত ।
সমুদ্রের গর্জন ভেসে আসে লোহিত সাগরের তীর থেকে ।
লোনা জলে ধুয়ে মুছে যায় আমার ক্ষণিকের স্বপ্ন গুলি ।
তীব্র আবেগে ফুলে ফেঁপে ওঠা ঢেউ গুলি
নিমেষে মিলিয়ে যায় অতলে ।
গভীর গভীর আরও গভীরে .....
মনের গভীরে লুকিয়ে থাকা নীল আকাশে
উদয় হয় সবুজ,হলুদ আর সাদা ফানুস ।
আমি স্বপ্নের ফুল শয্যায় ভেসে চলি
আগমনির আহ্বানে,
শাশ্বত চিরন্তন অমৃতের বানি
খুঁজে পাই কুয়াশায় ঢাকা দ্বীপে,
সবুজ চাদর ঢেকে আমি ছুটে যাই অসীমে,
নেই কেউ নেই....কোথাও নেই.....,
আমি আর আমার সবুজ চাদরে ঢাকা শরীর
সাদা আলোর অউরায় ভেসে চলি....
অসীম শান্তিতে ভেসে চলি আন্তরিকতায়..
আজ অবসান হয়েছে জীবনের সকল ভুল ভ্রান্তির,
ওঁম শান্তি.....ওঁম শান্তি.......
Comments
Post a Comment