ANTIM DAN

অন্তিম দান

দেবশ্রী চক্রবর্ত্তী



আমার ব্যথিত অতীত

হঠাৎই বর্তমান হইয়া ফিরিয়াছে ।

ক্লান্ত নক্ষত্রের মতন

হৃদয়খানি পরিতেছে ঝড়িয়া,

শিশিরের শব্দের মতন

নিষ্ঠুর অথচ নিঃশব্দ সে পতন ।

বাহিরে আলোকসজ্জা

অথচ অন্তরে আজি

নদীর ভাঙ্গনের ক্রন্দন ।

তুমি কি জান তাঁর স্বাদ ?

তাই তো ডাকিতেছি তোমায়

নিয়ে যাও জীবনের আস্বাদ ।

বসন্তের ঝড় পাতার মতন

আমি ঝড়িব যখন,

তোমার চরণ স্পর্শে

ধন্য হইবে আমার খণ্ডিত

হৃদয়খানি,

তারপর মৃত্তিকার বুকের পরে

চিরনিদ্রায় লুটাইয়া রহিব আমি ।

আমার বুকের পরে জমিবে

যে বিচ্ছেদের ঘ্রাণ,

তোমার রঙ্গিন পৃথিবী গড়ার লাগি

সে যে আমারই দান ।

Comments

Popular Posts