আঁধারে আঁধারে
ধোঁয়াশার বনে
পদে  বিপদে  বন্যতার  মাঝেঁ
ছোট্ট সে এক নীড়,
তাঁরই মাঝে বাসা বাধিল তোমার আমার অতীত।

Comments

Popular Posts