কে/অফ নি:সঙ্গতা
কে/অফ নি:সঙ্গতা
দেবশ্রী চক্রবর্ত্তী
নি:সহায় নগরীর কারাগারের পাষান প্রাচীর মাঝে উদ্বেলিত এ হৃদয় কাঁদিয়া মরে,
মৃত্যুর হাহাকার উঠিতেছে জ্বলি,
মরুভূমির তপ্ত মরীচিকার ঢালে তপ্ত শ্বাস ফেরি,
অগনিত মৃত্যু পথ যাত্রিরা খুঁজিয়া মরে পায়নি পথের সন্ধান,
চরন দুটি জরায়ে ধরিল তপ্ত কঠিন শৃঙ্খল।
শঙ্খশুভ্র মেঘপুঞ্জ ভাসিয়া আসিল মৌণ করাতের মাঝে,
নিষ্করুন এ কারাগার মাঝে জণ্ম লইল কবির প্রান।
কাতর আঁখি তুলে ধরিয়া হিঙ্গুল মেঘের পানে দেখি,
বুকের মাঝে বাজিয়া উঠিল বিহু গানটি,
করাতের মাঝে লিখিয়া ফেলিলাম
মেঘমল্লার কবিতা একখানি ।।
দেবশ্রী চক্রবর্ত্তী
অমর্ত্য চক্রবির্ত্তী
বি ডি ও নন্দীগ্রাম
বি ডি ও অফিস নন্দীগ্রাম
পূর্ব মেদিনীপুর
মোবাইল : ৯৪৭৭২২৩৫৪৬/৮১৭০৯৯২৭৬৯
Comments
Post a Comment