MORU TRISHNA

মরু তৃষ্ণা

দেবশ্রী  চক্রবর্ত্তী

ধূম্র তপ্ত মরু প্রান্তরে ফুরাইয়াছে সে দিন আজি,
তবু ছলনাময়  মরীচিকার তটে রহিয়া গেল
হিয়া খানি   ।
আস্তা খানি  উধাও আজি, পথে পথে তাই কাঁদিয়া ফিরি
অনুভূতি  গুলি অশ্ববল্গাবিহীন,
নাহি শান্তির লেশ, মন খানি  তাই সুদূর  নিরুদ্দেশ।
দূরে দূরে আরো দূরে ভাসিয়া ফেরি মরু তৃষায় আমি,
পিছু ডাক সব মিছে মনে হয়, হারাইয়াছি নীড়ের চাবি,
কোন সুদূরের বেনামি পথে হারাইয়াছি আমি,
ব্যর্থ ব্যাথিত চরন চিহ্ন গ্রাস করিল তপ্ত মরুভূমি।

Comments

Popular Posts