নীল নক্ষত্রের রাত

নীল নক্ষত্রের রাত

দেবশ্রী চক্রবর্ত্তী

যাও ফুদিয়ে নিবিয়ে দাও মোম্বাতিটা,
নীল নক্ষত্রের আলো আসছে জানালা দিয়ে, 
আরেকটু গভীর হোক রাত, আরো ফাঁকা হোক রাস্তাঘাট।
ঘড়ির কাঁটার টিক টিক শব্দে  তোমার আমার ডিপ্রেসান আরেকটু বারুক,
পাহাড় থেকে নি:সঙ্গতা নেমে আসুক আমাদের শহরে।
নিরব তিক্ত হতাসা আর বেশিক্ষনের না,
শেষ চিঠি টা লিখে যাই দারিদ্রের উদ্দেশ্যে,
যার সাথে আমাদের দীর্ঘ্য সহবাস,
লেখালেখি শেষ হলে আমি আর তুমি দুলব যুগলে সিলিং পাখাটার বুকে ।

দেবশ্রী চক্রবর্ত্তী
কে/অফ অমর্ত্য চক্রবর্ত্তী
বি ডি ও নন্দীগ্রাম
বি ডি ও অফিস নন্দীগ্রাম
পূর্ব মেদিনীপুর

মোবাইল ৯৪৭৭২২৩৫৪৬

Comments

Popular Posts