নোবেল চোর


নোবেল চোর

দেবশ্রী চক্রবর্ত্তী





রবিঠাকুরের দেশের আমি সাধারণ এক মেয়ে,
নাম,ধাম আর পরিচয় খানি কি হবেই বা জেনে ?
খুব সাধারণ মেয়ে আমি অতিসাধারণ মেয়ে,
তোমাদের কাছে এসেছি ছোট্ট  প্রশ্ন নেয়ে ।

সন্ত্রাস আর ধর্ষণের রাজনীতির বাজল
চারিদিকে বেল,
গৌরি সেনের অর্থ খেয়ে মন্ত্রী খাটলেন জেল ।
কিন্তু.............................................
কোথায় গেল নোবেল দিদি....আমার রবি ঠাকুরের নোবেল ?

রবিঠাকুরের গানে মুখরিত দিঘার সমুদ্রের বাতাস,
ভালো করে শুনলে পাবে কান্নার আওয়াজ ।
রবিঠাকুরের গান ধর্মতলার ট্রাফিকে,
মনদিয়ে শুন, সে বলছে,
"কেউ কি খুঁজে পেলে ?"

আন্দোলন আর আঁতলামোর চলছে রাজনীতি,
আধুনিক কবির কলমে শুধুই শাসকের জয়ধ্বনি ।
পাগলু,রোমিওদের তালে নাচছে বঙ্গ সংস্কৃতি ।
এরই মধ্যে ভুলে গেল "নোবেল " গেছে চুরি !

সুজলা সুফলা বঙ্গভূমির আজ একি পরিণতি,
লুণ্ঠনে জর্জরিতা.....আজ বে আব্রু আমার জননী ।

বৈশাখের এক মধ্যরাতে পেলাম স্বপ্নাদেশ,
"আমার জন্য একটি প্রশ্ন রাখতে হবে তোমাকে" ।
খুব সাধারণ মেয়ে আমি অতিসাধারণ মেয়ে,
কবিগুরুর হয়ে প্রশ্নটি রাখব তোমাদের সামনে ।
কোথায় গেল নোবেল দিদি....আমার রবি ঠাকুরের নোবেল ?
ঠিকানাটা পেলে যাব সেই নোবেল চোরের দেশে ।

Comments

Popular Posts