আজ আমার জ্বর

আজ আমার জ্বর,

আমার সরা শরীরের উষ্ণতা

ছড়িয়েছে আমার ছোট্ট বেডরুমটিতে,

দক্ষিণ পূর্বের ছোট্ট জানালা দিয়ে

সেই উত্তাপ কামড়ে ধরল

আমার ছোট্ট উঠানটিকে ।

আমি নিরুপায়,নির্বাক

দর্শকের ভূমিকা নিলাম,

কারণ আজ আমার জ্বর ।

আমার সাধের ছোট্ট চারা গাছগুলি

যারা আমার ভালোবাসার প্রতিদানে

ডালি ভরে সাজিয়ে দিয়েছে

রংবেরং এর সুগন্ধি ফুলের উপহার,

তাদের অকাল মৃত্যুর সাক্ষী হলাম আমি ।

আমার চোখের সামনে

তৃষ্ণার্ত চারাগাছ গুলির মৃত্যু হল ।

আমার দক্ষিণ পূর্ব জানালাটি

আজ একটি মৃত্যুর জীবন্ত ক্যানভাস ।

আমি নিরুপায়, আমি নির্বাক ।

কারণ, জ্বর  চেতনাকে

বন্দি করেছে শরীরের অন্ধকার কুঠুরিতে ।



                              @ দেবশ্রী চক্রবর্ত্তী

Comments

Popular Posts