মরীচিকা

মরীচিকা

দেবশ্রী চক্রবর্ত্তী

রিম্মি নদীর বাঁকে

ছোট্ট সেই পাহাড়ি গ্রামটিতে

বৃষ্টিস্নাত সন্ধ্যাবেলায়

ফিরে পেলাম অতীতের

সেই চেনা ঘ্রাণ ।

বুন ফুলের ঘ্রাণ ।

সমতলে ফোঁটা চামেলি,শেফালি

ওদের থেকে একটু আলাদা বৈ কি ।

আমার মানস লোকে অতি যতনে

পালিত সেই ঘ্রাণ আমাকে পাগল করল,

সে আমাকে পাগল করল সেই আগের মতন,

আমি মহুয়ার খোঁজে ছুটে গেলাম

সামনের বাঁকটির উড়ন্ত বেগুনি উত্তরীয়টির দিকে ।

মরীচিকার মোহমায়ায় এবারও সে আমাকে

নিয়ে খেলল লুকোচুরি,

পাহাড়ের আকে বাকে ভুলভুলাইয়্যায় ।

অতীতের বুন ঘ্রাণে, ভবিষ্যতের চোরা স্রোতে

আমি বর্তমানকে হারালাম নিজের দোষে ।

সূর্য ডুবল পাহাড়ে ,

আমি অন্ধকারে পথ হারালাম

সরীসৃপের বনে ।

Comments

Popular Posts