ভুল

ভুল

দেবশ্রী চক্রবর্ত্তী



পড়ন্ত বিকেলের এক ফোটা মিঠে রোদ

যখন থমকে দাড়ায় আমার ব্যাল কনিতে

আমি তখন জল ঢালি আমার ক্যাকটাসে ।

শেষ বিকেলের মিঠে রোদ এসে পরে

পোস্টম্যানের সাইকেলের বেলে ।

বেলা শেষে চিঠি দিয়ে সে

তখন ঘরে ফেরার পথে ।

না,আজও নেই কোন চিঠি আমার জন্যে ।

বেলা শেষে তানপুরার তান আমার বুকে বাজে ।

আমি চলি নিরুদ্দেশে ,

আমি ছুটি ব্রহ্মপুত্রের ধারে,

যেখানে গোধূলি শেষে একখানি পানসি

ভাসিয়ে ছিলাম এক সাথে ।

গোধূলি আচল মাথায় ঢেকে

আমি বসে থাকলাম বুড়ো বটের নিচে,

আমি বসে থাকলাম সেই পানসির প্রতীক্ষায়,

যদি সে ফিরে আসে ।

কৃষ্ণপক্ষের রাতে

জোনাকিরা জ্বলে নদীর ধারে ।

আমার অতীতের মতন তারা জ্বলে

তার পর মিলিয়ে যায় নদীর বাকে ।

আমার ভুল ভাঙ্গে কলিং বেলের শব্দে ।

আমি ফিরি আমার বর্তমানে ।

Comments

Popular Posts