দাম্পত্য
দাম্পত্য
দেবশ্রী চক্রবর্ত্তী
মন আর শরীর
অবস্থান পাশাপাশি ।
যেন এক দম্পতি ।
মন আঁকে ছবি
এক অখণ্ড পৃথিবীর ,
আকাশের রং নীল,
মৃত্যুর ধূসর কালিমা বিহীন ।
শরীর অঙ্ক কষে,
সুদ আসলের পরিমাণ
বুঝে নেয় ভালো করে ।
সংক্রামণের ভয়ে থাকে
সীমান্তে এন্টিবায়োটিকের
গুলি চলে ।
মন আর শরীর
ঠিক যেন দম্পতি ,
পার্থিবের পাশে
এক অপার্থিব অনুভূতি ।
Comments
Post a Comment