সিগন্যালের আলো

সিগন্যালের আলো

দেবশ্রী



চৈত্র সেলে

সস্তা দামে

মা আমাকে

আনল কিনে ।

গুডফ্রাইডে

শুক্রবারে

সেলের বাজার

খালের ধারে ।

সস্তা,ছেড়া

রং ওঠা

জামা কাপড়,

পুতুল,ঘড়া ।

স্তূপের মাঝে

একটি কোনে

মা আমাকে

পেল খুঁজে ।

একটু টেরা

একটু বাঁকা

রংটাও

বেশ চাপা ।

তাতে কি আর

যায় আসে

সস্তা দামে

পেয়ে গেছে ।

দাম মিটিয়ে

ব্যাগে পুড়ে

বাবার ভাঙ্গা

সাইকেলে চেপে

নিয়ে এল

কুড়ে ঘরে

স্থান দিল

পরিবারে ।

ঠাম্মি,দাদু

কাকি,কাকু

মা,বাবা

আর ছোট্ট রুনু ।

দরিদ্র এই পরিবারে

ছড়িয়ে ছিল

সুখের রেণু ।

সুখের মাঝেই

বড় হলাম,

পড়াশুনাও চালিয়ে গেলাম,

তবে ক্লাস টুয়েলভে

ব্যাক পেলাম ।

বাবা মরল

সেই বছরে

সাত দিনের

কালা জ্বরে ।

মা কাজের থেকে

ফেরার পথে

কাটা পড়ল

রেললাইনে ।

কালো কুৎসিত

মেয়েটিকে

বেশি দিন কি আর

রাখা চলে ।

বিয়ে দিল

এক বুড়োর সাথে

পাঠিয়ে দিল

নিরুদ্দেশে ।

মোটা টাকায়

লালবাতিতে

বুড় আমায়

দিল বেঁচে ।

অন্ধকারে হারিয়ে গেছি,

ড্রেনের ধারে

দাঁড়িয়ে আছি ।

তবুও জান

স্বপ্ন দেখি ।

লাল বাতির ঐ

লাল আলোতে

জীবনটা আমার

থেমে গেছে ।

কেউকি তোমরা

আছ জেগে ?

সিগন্যালের আলোখানি

সবুজ করে দাও না জ্বেলে ।

Comments

Popular Posts