যুব নেত্রী

যুব নেত্রী

দেবশ্রী





আমার পাশের বাড়ীর সবিতা

অনবদ্য তার লেখা সব কবিতা,

বুদ্ধিদীপ্ত রুচিশীল দুটি আঁখি

আধুনিকা সে এক  নারী ।

জীবনমুখী কবিতার অগ্নিময় বর্ণনায়

ধরাতে চেয়ে ছিল দুর্নীতির ভাঙ্গন,

জয় করেছিল বহু গুনি জনের মন ।

পণ করেছিল সে,

লেখার মাধ্যমে পরিবর্তন আনবে সমাজে,

তবে নৈব নৈব চ রাজনীতি তে ।

আমার পাশের বাড়ীর সবিতা

অনবদ্য ছিল তার লেখা সব কবিতা,

মাটির মানুষের কাছাকাছি আসতে

অবশেষে সে নাম লেখাল রাজনীতিতে ।

জীবনমুখী কবিতা রূপ নিলো

রাজনৈতিক কবিতাতে ।

আমার পাশের বাড়ীর সবিতা

আজ তুমি বড়ই অচেনা ,

মন্ত্রীদের সাথে তোমার ওঠাবসা,

অভিজাত এপার্টমেন্টের

২২ তলায় তোমার বাসা ।

উড়ে যাও দেশ বিদেশে,

মাটির মানুষগুলির কাছে

তুমি রয়েই গেল অধরা;

আমার পাশের বাড়ীর সবিতা

আজ তুমি বড়ই অচেনা ।

কোথায় গেল তোমার জ্বালাময়ী ভাষা ।





Comments

Popular Posts