Ditiyo lingo

দ্বিতীয় লিঙ্গ

দেবশ্রী

আমি নারী,

দ্বিতীয় শ্রেণীর

লিঙ্গ ধারি এক প্রাণী ।

শঙ্করাচার্যের বর্ণনায়

নরকের দ্বার আমি ।

শঙ্কর ভুলে গেছেন

ওঁনার সৃষ্টির কারণ ওঁনার জননী ।

যুগযুগান্তর ধরে অগ্নি পরীক্ষা দিতে দিতে

ক্লান্ত আমি ।

শ্রী কৃষ্ণের ভাষায় বর্ণ শঙ্করের জন্মের কারণও

নাকি নারী ।

কোন পুরুষ ছারা কি ভাবে জন্ম নেবে বর্ণ শঙ্কর

হে অন্তর্যামী ....?

বিল্ব মঙ্গলের অহল্যার কথাই বলি,

স্বামীর সম্মান রক্ষায় যে দিয়েছিল

নিজের ইজ্জতের বলি ;

অথচ আমরা জানিই না

রাত্রি প্রভাতে কি হয়েছিল

সেই ধর্ষিতা সতীসাধ্বীর পরিণতি ।

আমি অবাক হয়ে ভাবি,

সুসভ্যদের ধর্মের প্রতীক হে ভ্যাটিকান সিটি

এ যুগেও কেড়ে রাখলে নারীর ভোটাধিকার খানি !

বোরখার আড়ালে আটকা পড়লে নবীন ধর্মের নারী,

দ্বিতীয় লিঙ্গ নিধনে মত্ত পৃথিবী

অস্তিত্ব সঙ্কটে ভুগি ।

নারী না থাকলে হে পুরুষ

কি হবে তোমার পরিণতি ?









Comments

Popular Posts