অসময়ের ডালে কোচি পাতা
অসময়ের ডালে কোচি পাতা
দেবশ্রী
কুড়ে ঘরে বসেছিলাম
মাথার ওপর খরের চাল,
আবার কেন ডাক পাঠালে
বসন্তের অন্ধকার দিন,
আমি চোখ বেধে বসে রই ।
এমন সময় ঝড় উঠেছে
অন্ধকার কালবৈশাখীর
অসময়ে আগমন সঙ্গে
বসন্তের আবির মাখা লাল নীল
নানা রঙের পাতা
নিয়ে আসে বসন্তের
অন্ধকার দিনের আহ্বান
পত্র খানি ।
আমি শুধু ভাবি আমার
ভূমিকা কতখানি ।
আমি অন্ধ সেজে বসে থাকি ।
ছিনিয়ে নিলো চোখের বাঁধনখানি
পাগল করা বাউল গীতি
বুকের মাঝে উতল হাওয়া,
আমার হিয়া গেল কই ?
ঝড় থামল যখন,দেখি
আবির মাখা হিয়া খানি আঙ্গিনার মাঝে,
সব রঙ ধুয়ে দেব ?
কিন্তু, আমার অধিকার খানি কই ?
ঝড়ের শেষে আঙ্গিনার মাঝে
একলা বসে রই ।
সে তো এখন মাঝ বয়সী ,
আমি যে তার মেয়ের বয়সী ।
তা হলেও অসময়ে
তার বন্ধু হতে দোষ কই ?
আঙ্গিনার মাঝে ঝরের রাতে
আমি একলা বসে রই ।
দেবশ্রী
কুড়ে ঘরে বসেছিলাম
মাথার ওপর খরের চাল,
আবার কেন ডাক পাঠালে
বসন্তের অন্ধকার দিন,
আমি চোখ বেধে বসে রই ।
এমন সময় ঝড় উঠেছে
অন্ধকার কালবৈশাখীর
অসময়ে আগমন সঙ্গে
বসন্তের আবির মাখা লাল নীল
নানা রঙের পাতা
নিয়ে আসে বসন্তের
অন্ধকার দিনের আহ্বান
পত্র খানি ।
আমি শুধু ভাবি আমার
ভূমিকা কতখানি ।
আমি অন্ধ সেজে বসে থাকি ।
ছিনিয়ে নিলো চোখের বাঁধনখানি
পাগল করা বাউল গীতি
বুকের মাঝে উতল হাওয়া,
আমার হিয়া গেল কই ?
ঝড় থামল যখন,দেখি
আবির মাখা হিয়া খানি আঙ্গিনার মাঝে,
সব রঙ ধুয়ে দেব ?
কিন্তু, আমার অধিকার খানি কই ?
ঝড়ের শেষে আঙ্গিনার মাঝে
একলা বসে রই ।
সে তো এখন মাঝ বয়সী ,
আমি যে তার মেয়ের বয়সী ।
তা হলেও অসময়ে
তার বন্ধু হতে দোষ কই ?
আঙ্গিনার মাঝে ঝরের রাতে
আমি একলা বসে রই ।
Comments
Post a Comment