অবুঝ স্বপ্ন

অবুঝ স্বপ্ন

দেবশ্রী

এতই অবুঝ আমি
তোমার ইশারাও বুঝি নি !
প্রশ্ন করেছিলে,
উত্তরে বলেছিলাম
আমি গান গাইতে পারি ।
চোখে চোখ পড়ামাত্র
ছোঁয়া লাগত মনে-
সে ছিল আমার স্বর্গ
সে কথা আজ ভাবি ।
তোমার অবাক করা চাহনি ভেবে
আকাশ ভরা তারার মাঝে
আমার স্বর্গকে বুনি ।
আজ বহুদিন হল
কালের খরস্রোতে হারিয়ে গেছ তুমি,
তবু আজ কেন ....
তোমায় খুঁজে মরি ?


Comments

Popular Posts