পালন দাত্রী
পালন দাত্রী
দেবশ্রী
ফুটপাতের এক কুড়াদানে
ভাদ্রমাসের এক মধ্য রাতে
মা আমাকে গেল ফেলে ।
অন্ধকারে দুর্গন্ধে কাঁদছিলাম
মা....মা....বলে ।
অপরিচিত পরিবেশে
স্যাঁত স্যেঁতে এক অন্ধকারে
একটি বার মা গো এসো না ফিরে ।
দেখতে দেখতে সকাল হল,
কান্না কখন থেমে গেল ।
মিউনিসপ্যালেটির এক সাফাই কর্মী
তুলতে গেল কুড়াদান খানি...
রাম....রাম...এ যে লেড়কি ।
লোকজন আর পুলিশের হুড়োহুড়ি
আমায় নিয়ে টাণা টাণি ।
ভিড়ের মধ্যে একটি গলা
আমায় দিন না ,
বুঝলাম সেই সাফাই কর্মী ।
ভারি সুন্দর আমার নতুন মায়ের
গলা খানি ।
নতুন মা অবশেষে নিলো আমায়
কোলে তুলে,
নিয়ে গেল আমায় ঘরে ।
নিঃসন্তান এই জননীর বুকে
আমি এলাম আনন্দ হয়ে ।
পাড়াপড়শি জারজ বলে
দেখলে আমায় থুথু ফেলে ।
মা আমাকে লালি বলে,
আদর করে রাখল বুকে ।
ধীরে ধীরে বড় হলাম ।
নতুন জামা আর জুতো পরে
গেলাম স্কুলে মায়ের হাত ধরে ।
দিদিমণি মায়ের কাছ থেকে
নিয়ে গেল আমায় নতুন ক্লাসে ।
এই তো মা ছিল কাছে
আবার কি মা ফেলে গেছে ?
ক্লাসে এসে কান্না কাটি
বিচ্ছেদের সেই অনুভূতি,
ছোট হলেও সবই বুঝি ।
ছুটির পরে ক্লাসের বাইরে
দেখলাম মা আছে বসে ।
ছুটটে গিয়ে মায়ের কোলে
আনন্দে আর আদরেতে ।
এই ভাবেই ধীরে ধীরে
বছর কুড়ি গেল কেটে ।
ভাদ্র মাসের এক মধ্য রাতে
অসুস্থ মা হাসপাতালে ।
"ডাক্তার বাবু ও.টি রেডি"
ও.টি র ভিতর মুখোমুখি
আমি আর আমার পালন-দাত্রী ।
Comments
Post a Comment