আমার শৈশব

আমার শৈশব

দেবশ্রী

ক্লাস ফাইভে প্রথম দেখা

একটু চাওয়া লজ্জা পাওয়া,

ধীরে ধীরে কাছা কাছি

এই তোরা আমার বন্ধু হবি ?

স্কুলের মাঠে টিফিন ব্রেকে

কুমির ডাঙ্গা, খেলতে এসে

একটু ছোঁয়া একটু চাটি,

ঝগড়া ঝাটি খুনসুটি

হাসতে হাসতে কুটিপাটি

শৈশবের কলকলানি ।

ছুটির সময় স্কুলের গেটে

বন্ধুর শোলে আর ঝালমুড়িতে

পেট ভরত এক টাকাতেই ।

সারাটা দিন স্কুলে কাটিয়ে

বাড়ি ফিরতাম ৪টে বাজলে ।

সন্ধ্যে বেলা পড়তে বসে

তোদের কথা পড়ত মনে ।

কাল তো হবে আবার দেখা,

এই ভেবেই আনন্দ পাওয়া ।

ধীরে ধীরে বড় হলাম

পড়ার ব্যাচে পড়তে গেলাম,

নতুন নতুন বন্ধু পেলাম ।

একটু চাওয়া একটু হাসি

শুরু হল প্রেম পিরিতি ।

তারপরে কলেজেতে

সেই আমরা একই সাথে,

ক্যান্টিনেতে আড্ডা দেওয়া

কলেজ কেটে সিনেমা দেখা ।

দাদা বৌদির বিরিয়ানি

৮৫ এ বাড়ি ফিরি ।

তারপরে ছাড়াছাড়ি

ছিটকে গেলাম এদিক ওদিক ।

তবুও তোরা মনেই ছিলি,

বহু দিন পর অবশেষে

মিললাম আবার ফেসবুকেতে ।

কেমন যেন পাল্টে গেছি

কন্যা থেকে জননী হয়েছি ।

তবুও জানিস স্বপ্ন দেখি,

আমার আত্মজার হাত ধরে

ফিরে যাব শৈশবেতে ।



Comments

Popular Posts