AMAR PRAN ER KOBI JIBONANANDA DAS
আকাশ জুড়ে মেঘ করছে,
দূরে কোথাও বোধয় বৃষ্টী হচ্ছে
ইচ্ছেকরেই আজ ঘরের আলোগুলো নিভিয়ে দিয়েছি;
টেবিলে মোমবাতি জ্বালিয়ে
জীবনানন্দের কবিতা পড়তে বসেছি,
মোমবাতির আলো, টেবিলে ঢাকাদেওয়া মাছভাজার গন্ধ,
সেই সঙ্গে ঘরের অন্ধকার,মিলেমিশে একাকার ;
ঘরের ল্যান্ড ফোনটা হটাৎ বেজে উঠতেই বুকের ভেতর টা কেঁপে উঠলো ।
কিছুটা সাহস জুগিয়ে বললাম,হ্যাহ্যালো.......
ওপার থেকে আওয়াজ এলো,হ্যালো....চিনতে পেরেছেন ?
আমি হাজার বছর ধরে পথ হাঁটছি পৃথিবীর পথে,
আমাকে দু-দন্ড শান্তি দিয়েছিলো নাটরের বনলতা সেন ।
এক ভয়ঙ্কর ভালোলাগায় মনটা ভরেগেল আমার,
বললাম,হে কবি,চিনতে পেরেছি তোমায়;
তোমায় দেখেছি দেবদারু পামের নিবিড় মাথার জনহীন জঙ্গলে,
কখনো সিংহলসমুদ্রে বা বিম্বিসার অশোকের ধূসর জগতে ।
কখনো লাশকাটা ঘরে পড়ে থাকা মৃত দেহটির পাশে
কখনো অন্ধকার পৌষের রাতে মাঠের আলের ধারে;
যেখানে নিশাচররা খেলাকরে,
সেখানে অনুভব কেরছি তোমার নিস্তব্ধ উপস্হিতি ।
অবশেষে তোমার সাথে দেখা হলো আজ,
তুমিই আমার প্রানের কবি জীবণানন্দ দাশ ।
Comments
Post a Comment