রুমি
রুমি
দেবশ্রী
গোলাপের আতর মাখা
বসন্তের একটি শান্ত শীতল রাত্রি ,
আকাশের ভাসমান সাদা মেঘের
সোপান নেমে এসেছে আমার ঘরে;
ঠিক যেন জন্নাতের সিঁড়ি ।
তার মাঝে খাগের কলম
দিয়ে লেখা সোনালি রঙের হরফে লেখা
একটি সুফি গান ।
চাঁদের আলোয় ঝলমল করে শস্য প্রান্তর...
তার পাশে পাহাড়ি সর্পিল রাস্তা,
কিসসার আগেও থাকে অন্য এক কিসসা ।
ক্ষেতের মাঝে বাঁশির সুর,
ক্রন্দনের মহাজাগতিক স্রোতে আমরা লুটোপুটি ।
বেণুবন থেকে কেটে আনার দুঃখ ।
উৎস থেকে নিঃসৃত কিছু প্রাণ....
মোহনার পথে পরিতৃপ্ত মন
লিখে চলে ঘরে ফেরার গান ।
Comments
Post a Comment