BAROOD

বারুদ

দেবশ্রী

লাল লালায়িত ঢেউ খেলান বাল্বের আলো

অন্ধকার স্যাঁতসেঁতে দেওয়ালে টিকটিকি টা

খুবলে খাচ্ছে জীবন্ত আরশোলা টিকে,

টেবিলের ওপর ফোটা ফোটা রক্তের বিন্দু,

তার ওপর মাছিদের আড্ডা ।

ছয় ফুটের জীবন্ত তরতাজা যুবক

আজ টুকরো টুকরো ।

লাঞ্ছনার প্রতিবাদের মাসুল দিতে হল

তাকে আজ বস্তা বন্দী হয়ে ।

সৌরভ বা গৌরব, তাচ্ছিল্য ও অবহেলায়

ফেলে দেওয়া এক একটি অচেনা দেশলাই কাঠি ,

চারিদিকে বারুদের গন্ধ তাই বুঝি ।

Comments

Popular Posts