Kando
কাণ্ড
দেবশ্রী
পূজার কেনাকটি
জিনস,টপ,জুতা,ছাতা
প্রসাধন সামগ্রীর রকমারি,
সঙ্গে মালদার বয়-ফ্রেন্ড
থাকলে মন্দ কি ?
কাঁধের ভ্যানেটি ব্যাগটি
দুলে দুলে পরিচয় বহন করছে
ললনার সম্পূর্ণ অস্তিত্বটির ,
হটাত হাই হিল সু দুটি
জড়িয়ে ধরল একটি
লিক লিকে মেটে সাপের
মতন যেন কি !
এই ছাড় বলছি মারব নাকি ?
সকাল থেকে একটা রুটিও জোটে নি,
ভিক্ষা দাও দিদিমণি
চটপট ছেড়ে দেব তোমার ক্ষুর দুখানি ।
ইয়ার্কি হচ্ছে বুঝি ?
রুটি নয় তো কেক কিনে খাও,
কে বারণ করেছে বেগার.... ছিঃ ।
তুমি মেরি আঁতোয়ানেত নাকি ?
কে ইনি ?
নাম শোননি, ফরাসী বিপ্লবের সময়
ইনিই ছিলেন ফরাসী দেশের রানী ।
সে যা বলেছিল,তুমি তা বললে এখুনি ।
তুমি জানলে কি করে তাকে ?
ইতিহাসে স্নাতকোত্তর আমি,
এক সময় পেয়েছিলাম
স্কুলে চাকরি....।
স্কুল বন্ধ হল একদিন,
বেকার বৃদ্ধটির থেকে
মুখ ফেরাল সবাই...
এ আর কি আহা মরি..
তাই আমি ফুটপাতের
স্নাতকোত্তর এক ভিখারি ।
Comments
Post a Comment