RATRI

রাত্রি

দেবশ্রী



হে রাত্রি, শান্ত নক্ষত্র মণ্ডলে

অন্ধকার নিরাশার মাঝে

শান্তির পরশ পাই প্রাণে ।

রাত্রি, তুমি সৃষ্টির শেষ কথা,

তোমার প্রতিবিম্ব আজ আমার প্রাণে ।

অন্ধকারের মাঝে ভেবেছ রাখবে কারা রুদ্ধ করে !

অন্ধকার অগ্নি সুবর্ণের মতন জ্যোতি হয়ে উঠবে ,

জ্যোতিষ্ক শিখায় পরিষ্কার হয়ে উঠবে দীর্ঘ গাছের ছায়া ।

Comments

Popular Posts