MUTA
"মুতা"-একটি অস্থায়ী বিবাহ
দেবশ্রী
জন্মেছে কন্যা...
বাহবা বাহবা.....
তাড়াতাড়ি সারতে হবে চুক্তি,
আরব দেশে অপেক্ষা করছে
সব মালদার শেখ বাবাজী ।
কন্যার কপালে পড়ল শিলমোহর
তার অজান্তেই শৈশবে
বিক্রি হয়ে গেল তার যৌবন ।
কন্যা, তুমি রাজি.....?
রাজি রাজি রাজি,
শুরু হল বরবাদি ।
এক মাস, ছয় মাস
কখনও বা একটি মাত্র রাত্রি...
আম্মিজান এতো বরবাদি ...!
বেটি তোমার আব্বুর
পকেটের বাড়ছে ওজন,
তোমাকে শেখের বিছানা
যে করতেই হবে গরম ।
বছরের পর বছর
ডাস্টবিনে জমতে
থাকে টিসু পেপার,
তিরিশ ঊর্ধ্ব কন্যাটিকে
সংসারে রাখাই এখন বেকার ।
চমৎকার লিখেছেন। আসলে মুতা বিয়ে এখন পতিতাবৃত্তির আইনগত বৈধতা মাত্র।
ReplyDelete