জানালা
জানালা
দেবশ্রী
সময়ের চলমান স্রোত,ঝড়,বৃষ্টির
সঙ্গে মরচে ধরেছে আমার
তিন ফুট বাই দু ফুটের জানালাটায় ।
ওঁকে এক কথায় বর্ণনা করতে গেলে
আমি বলব জীবনের ঘটমান চালচিত্রের পর্দা ।
কত কাল বসে আছি জানি না,
পিওনের সাইকেলের বেলের শব্দ,
পাশের বাড়ীর পোস্ট বক্সে চিঠি ফেলার শব্দ;
আমার ঘর খানি নিস্তব্ধ ।
বাইরে চলতে থাকে ঋতু পরিবর্তন ।
নিজের সঙ্গে প্রতি মূহুর্ত ঘর্ষণ ,
সারা শরীর আঁচড়ে,কামড়ে ক্ষতবিক্ষত ।
আমি পরাজিত,নির্বাসিত ।
ল্যাংটা ছেলের ধুলোমাখা শৈশব,
ল্যাম্প পোস্টের নিচে যৌবনের প্রথম চুম্বন ।
ধুলো,চুম্বন সব কিছু আজ ঘায়ের ওপর মাখামাখি,
শৈশব আর যৌবনের সঞ্জীবনী ।
বাড়ীর ইট গুলো ক্ষয়ে যাবে,
নদীর পাড় ভাঙবে....
দিনের আলোয় যে এসে ছিল
রাতের অন্ধকারে পালাবে,
একখানি প্রদীপ জ্বেলে আমি বসে থাকব
আমার জানালার ধারে ।
Comments
Post a Comment