Gopon katha ti

গোপন কথাটি

দেবশ্রী



তোমার সাথে আমি আবার মুখোমুখি,

কেমন আছ তিনকড়ি ?

প্রদীপ খানি নিভিয়ে দাও

ওকে বরং বিশ্রাম নিতে দাও আজ ।

এসো আমার কাছে এসে বস,

একখানি হাত রাখ আমার হাতে,

এবার বল তোমার পরিবার কেমন আছে ?

বছরে তো একবার আসি,

সারা বছর তোমায় বসিয়ে রাখি,

বড় অভাব যে তোমার সবই বুঝি ।

একি ! কাঁদছ নাকি ?

আমার আরেকটু কাছে এস,

দুটো ভালো কথা বলি ,

যাও নিয়ে আস তোমার রং,তুলি

জ্বালিয়ে দাও প্রদীপখানি,

আমার চক্ষুদানের সময় পার হয়ে যায় বুঝি ।

তোমার প্রাত্যহিক স্পর্শে

আজ আমি পূর্ণ যৌবনবতী

তোমার স্বপ্নের মানবী ।







Comments

Popular Posts