সংসার
সংসার
দেবশ্রী
সংসার....!
খিটি মিটি, টুকি টাকি,
স্বয়ং সম্পূর্ণ হাড়ি,
এই ধর, এই বুঝি
ফেটে গেল ...
...উফ্ফ....তাড়াতাড়ি ।
গড়ে তোলার আহামরি,
মাটি,জল,রোদ যদি মেলে
প্র-পারলি ।
ধর রে ....এই বুঝি ভেঙ্গে গেল
আমার সাধের হাড়ি ।
নড়ল মনে হল যে.....
একবার দেখ না...
সাপ না কীটপতঙ্গদের
মারামারি.......।
ওরে বাবা রে....
অথৈ জলে সব ভেসে যায়
দেখি.....,
ভাগ বলছি এখুনি.....!
ভাসিয়ে রাখল আমায়
আমার সাধের মাটির হাড়ি ।
Comments
Post a Comment