Sankat
আর কত পিছনে টানবে ?
ধৈর্যের সব কটি শিকে ছিঁড়ল যে,
আর পারি না,আর পারি না-
না এই কথা আর বলব না যে ।
নিজের মানবিক অধিকার গুলি
সুদে আসলে বুঝে নেবার
সময় হল এবার ।
মাঝ রাতে সুরা হাতে মৃত্যু রূপী
আতস বাজির মহড়া দেখে তোমরা
যে হাতে তালি দাও,
মায়ের বুক থেকে কেড়ে নেওয়া
আধ ঘুমো শিশুটিকে যখন
হাসতে হাসতে গুলি বিদ্ধ কর
যে হাতে,
হ্যাঁ, তোমার সেই হাত এবার
ভেঙ্গে গুড়িয়ে দেব ।
বিশ্ব রাজনীতির দরবারে
আমি একটি প্রশ্ন রাখতে চাই,
লাল ফানুস উড়ছে,আতসবাজির মহড়া চলছে...
তোমাদের চোখে কি ছানি পড়েছে ?
আমি অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি,
বিশ্ব রাজনীতি এডলফ হিটলারের
প্রয়োজন রয়েছে ।
-দেবশ্রী চক্রবর্ত্তী ।
ধৈর্যের সব কটি শিকে ছিঁড়ল যে,
আর পারি না,আর পারি না-
না এই কথা আর বলব না যে ।
নিজের মানবিক অধিকার গুলি
সুদে আসলে বুঝে নেবার
সময় হল এবার ।
মাঝ রাতে সুরা হাতে মৃত্যু রূপী
আতস বাজির মহড়া দেখে তোমরা
যে হাতে তালি দাও,
মায়ের বুক থেকে কেড়ে নেওয়া
আধ ঘুমো শিশুটিকে যখন
হাসতে হাসতে গুলি বিদ্ধ কর
যে হাতে,
হ্যাঁ, তোমার সেই হাত এবার
ভেঙ্গে গুড়িয়ে দেব ।
বিশ্ব রাজনীতির দরবারে
আমি একটি প্রশ্ন রাখতে চাই,
লাল ফানুস উড়ছে,আতসবাজির মহড়া চলছে...
তোমাদের চোখে কি ছানি পড়েছে ?
আমি অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি,
বিশ্ব রাজনীতি এডলফ হিটলারের
প্রয়োজন রয়েছে ।
-দেবশ্রী চক্রবর্ত্তী ।
Comments
Post a Comment