সুরতহাল
দেবশ্রী
অগ্নি দগ্ধ পচাগলা বেআবরু দেহ,
লোলুপ দৃষ্টি গুলির চেটে পুটে স্বাদ নেবার যে এসময় ..
হাজার অশ্রাব্য ভাষা কিংবা অগ্নি চক্ষু অবজ্ঞা করে এরা দাড়িয়ে আছে ।
সন্তান হারা পিতার আর্তনাদ,অনাত্মীয়া বেণু পাগলির হাহাকার....
গাছের ডালে বসা দাড় কাক টির দিকে এক দৃষ্টে চেয়ে আরেক পিতা ,
আজ তার আবার ডাক পরেছে সুরতহাল করার ।
মনের আবেগ অনুভূতির দরজা গুলো সব বন্ধ করে
কোন ক্রমে পচাগলা খোলসটি পরীক্ষা করে রিপোর্ট দিয়ে বেরিয়ে আসলেন ।
বাড়ি এসে একটি কথা শুধু মুখে ফোটে...
এ কি দুর্দশা নারী তোমার এই দেশে...
এ হাহাকার এক পিতার বুক থেকে
তার ঘরেও যে এক কন্যা সন্তান আছে ।
দেবশ্রী
অগ্নি দগ্ধ পচাগলা বেআবরু দেহ,
লোলুপ দৃষ্টি গুলির চেটে পুটে স্বাদ নেবার যে এসময় ..
হাজার অশ্রাব্য ভাষা কিংবা অগ্নি চক্ষু অবজ্ঞা করে এরা দাড়িয়ে আছে ।
সন্তান হারা পিতার আর্তনাদ,অনাত্মীয়া বেণু পাগলির হাহাকার....
গাছের ডালে বসা দাড় কাক টির দিকে এক দৃষ্টে চেয়ে আরেক পিতা ,
আজ তার আবার ডাক পরেছে সুরতহাল করার ।
মনের আবেগ অনুভূতির দরজা গুলো সব বন্ধ করে
কোন ক্রমে পচাগলা খোলসটি পরীক্ষা করে রিপোর্ট দিয়ে বেরিয়ে আসলেন ।
বাড়ি এসে একটি কথা শুধু মুখে ফোটে...
এ কি দুর্দশা নারী তোমার এই দেশে...
এ হাহাকার এক পিতার বুক থেকে
তার ঘরেও যে এক কন্যা সন্তান আছে ।
Comments
Post a Comment