Jiban o mrityu
অনুভূতি গুলো গভীর থেকে গভীরতর হতে থাকে
আল্হাদী মন নতুনের সন্ধানে ছোটে,
অন্ধকার স্বপ্নময় বাস্তবে ভবিষ্যতের জল ছবি লুকিয়ে থাকে
মানব মনের গহনে আলাদীনের আশ্চর্য প্রদীপখানি জ্বলতেই থাকে ।
তবু বার বার ফিরে আসা, একই চিত্র নাট্যের পুনরাবৃত্তি ।
তবু কেন এত ভয় কিংবা হঠাৎকারে সব কিছু ভুলে যাওয়া !
-দেবশ্রী ।
Comments
Post a Comment